মাজহারুল ইসলাম : [২] গতকাল বেলা ১১টার দিকে শ্বাসকষ্ট নিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। জাগোনিউজ
[৩] আনোয়ারা বেগম নামে মৃত ওই নারীর বাড়ি মুন্সীগঞ্জের সদর উপজেলায়। শ্বাসকষ্ট থাকায় কয়েকদিন আগে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। পরে তার দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় ঢামেকের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করেন চিকিৎসকরা। ঢাকাট্রিবিউন
[৪] এ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন জানান, ওই বৃদ্ধা নারী দীর্ঘদিন যাবৎ কিডনী রোগে আক্রান্ত ছিলেন। তার শ্বাস নিতে হওয়ায় দ্রুত তাকে জরুরি বিভাগের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়। বাংলানিউজ২৪
[৫] আবাসিক সার্জন আরও জানান, নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কলেজের ল্যাবে পাঠানো হয়েছে। রিপোটপজিটিভ হলে নিয়ম অনুযায়ী দাফনের ব্যবস্থা করা হবে। আর যদি নেগেটিভ হয়, তবে সাধারণভাবে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাংলানিউজ২৪
[৬] মৃত ওই নারীর ছেলে জানিয়েছেন, কিডনি রোগ ছাড়ও তার মা’র ডায়াবেটিকসসহ আরও সমস্যা ছিলো। ঢাকা মেডিকেলে ভর্তির আগে সকালে তাকে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো। বাংলানিউজ২৪