শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বহু রাষ্ট্র থেকে বাংলাদেশের অবস্থা অপেক্ষাকৃত ভালো আছে

মো. গোলাম সরয়ার : বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে এটি দেখে অনেকে ভয় পাচ্ছেন, অনেকে ভয় দেখাচ্ছেন। প্রাণসত্তার সাইকোলজি হলো সক্ষমতা থাকলে সব পাখি ঘরে ফেরে। সবাই নিজ বারান্দায় গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চায়। এখন পর্যন্ত বাংলাদেশের অবস্থা উন্নত বহু দেশ থেকে ভালো। যুক্তরাষ্ট্রে আজই মারা গেছে প্রায় ১,২০০ জন। এটাই এ পর্যন্ত কোনো দেশের একদিনের সর্বোচ্চ রেকর্ড। তবে অবস্থা দেখে মনে হচ্ছে আমেরিকা যুদ্ধ চাচ্ছে, লাশের রাজনীতি করছে, তাদের রাজনীতিবিদরা যেন আরও লাশ ফেলতে চাচ্ছে, লক্ষ্য করার বিষয় হলো তাদের সরকারের দায়িত্বশীল লোকজনের মনে ভাদ্র মাস। খোদ তাদের বিরোধী রাজনীতি এবং অনেক মিডিয়া ট্রাম্পকে সন্দেহ করছে। এসব বাকি বিশ্ব নজর রাখছে এবং বিভিন্ন জাতি বিভিন্ন কমেন্ট করছে। তারা জানে, বিশ্ব করোনা মহামারীর চেয়েও বেশি বিপদের দিকে যাচ্ছে আর সেটা হলো যুদ্ধের ঝুঁকি এবং সাপ্লাই চেইন নষ্ট হয়ে যাওয়াতে দুর্ভিক্ষের ঝুঁকি।
অতএব, আমাদের দেশ থেকে বিদেশি চলে যাচ্ছে, এখানে ব্যাপক মহামারী হবে সেটার ভয়ে এ ধারণা ঠিক নয়। এ মুহূর্তে পৃথিবীতে কোনো জাতিই জ্যোতিষির আসনে নেই। কেউ জানে না, কোথায় কী হবে কিংবা কী হবে না। তাই অযথা এসব দেখিয়ে আতঙ্ক ছড়াবেন না। যাই কিছু হোক না কেন, পৃথিবীর বহু রাষ্ট্রের থেকে বাংলাদেশের অবস্থা অপেক্ষাকৃত ভালো আছে এবং আশা করি ভালো থাকবে। আশাবাদী থাকুন, শঙ্কা কেটে যাবে। ভয় নয়, সচেতন থাকুন। ঘরে থাকুন। পৃথিবীতে যেকোনো বড় জটিল বিপদ কাটে খুব সহজে, খুব আছানে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়