শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০১:০১ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউন অমান্য, গুজব ছরানো ও সরকারি কর্মীদের বাধা দানকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলো ভারতের কেন্দ্রীয় সরকার

ইয়াসিন আরাফাত : [২] বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষে ক্যাবিনেট সচিব রাজীব গৌবা স্বাক্ষরিত এক চিঠিতে অনান্য রাজ্য সরকারগুলোর উদ্দেশে এ নির্দেশ দেয়। নির্দেশে বলা হয়, যারা চিকিৎসক বা স্বাস্থ্য কর্মীদের উপরে আক্রমণ করবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা হিসেবে এক বছরের জেল অথবা যদি এর ফলে কোনও চিকিৎসক বা স্বাস্থ্য কর্মীর মৃত্যু হয় তাহলে দু'বছরের জেল দিতে হবে। এনডিটিভি

[৩] রাজ্যগুলোকে দেয়া নির্দেশনায় বলা হয়েছে, ২৪ মার্চের লকডাউন গাইডলাইনে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যারা নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০০৫ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী আইনি ব্যবস্থাও নেওয়া হবে। যদি কেউ লকডাউন না মানে তাহলে তাকে দুই বছরের জেল এবং মিথ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করলে জেল হবে এক বছরের।এছাড়া টাকার জন্য কোনও ভুয়া দাবি জানালে জেল হবে ২ বছরের।এনডিটিভি, এই সময়

[৪] মূলত দেশটির মধ্যপ্রদেশের ইন্দোরে স্বাস্থ্য কর্মীদের উপর পাথর ছোঁড়া ও তাড়া করার ভিডিও প্রকাশ্যে আসার পরেই দেশটির কেন্দ্রীয় সরকার এই নির্দেশিকা জারি করে। ওই অঞ্চলে একজন করোনা আক্রান্ত হওয়ার পরে চিকিৎসকরা সেখানে গিয়েছিলেন সেখানকার বাসিন্দাদের স্ক্রিনিং করাতে। এছারা কর্নাটকে একজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ায় এক স্বাস্থ্য কর্মীকে মারধর করা হয়। বুধবার হায়দরাবাদেও এক করোনা আক্রান্তের মৃত্যুর পর দুই চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটে।ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়