সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি : [২] আট বছর বয়সী শিশু নুপুরকে প্রথমে ধর্ষনের চেষ্টা পরে শ্বাসরোধ করে হত্যা ও মাটি চাপা দিয়ে লাশ ঢেকে রাখে। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে পুলিশের জিজ্ঞাসাবাদে এমনই তথ্য দিয়েছে জাহিদুল ইসলাম জাহিদ নামে ষোল বছর বয়সী এক কিশোর।
[৩] এ চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন করেছেন সদর ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক জিয়ারুল ইসলাম বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
[৪] পুলিশের এ উপ-পরিদর্শক জানান, গত (১৯ মার্চ) বৃহস্পতিবার ২য় শ্রেণী পড়ুয়া শিশু নুপুরের লাশ ঠাকুরগাঁও সত্যপীর ব্রীজের ডিসি পার্ক জঙ্গলের ভেতরে মাটি চাপা অবস্থায় পাওয়া যায়। ক্লুলেস এ চাঞ্চল্যকর হত্যার আসামী ধরতে নজর রাখা হয় ওই এলাকায় যাতায়াত করা এমন ব্যক্তিদের উপর। সন্দেহ ভাজনদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এরই মাঝে ঠাকুরগাঁও নারগুন ইউনিয়নের কহরপাড়া (শুখানপুকুর) এলাকার সন্দেহ ভাজন শরিফুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (১৬) কে একাধিকবার থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে সে হত্যা করেছে বলে স্বীকার করে।
[৫] ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম।
[৬] উল্লেখ্য, হত্যাকান্ডের শিকার নুপুর পঞ্চগড় জেলার রিক্সাচালক হারুনুর রশিদের মেয়ে। গত দুই মাস থেকে ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া এলাকার জনাব আলীর বাসায় ভাড়া থাকতেন। সম্পাদনা: জেরিন আহমেদ