এস এম নূর মোহাম্মদ: [২] করোনাভাইরাসের কারণে সরকারের সাধারণ ছুটির সঙ্গে মিল রেখে বাড়ানো হয়েছে আদালতের ছুটিও। বুধবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান বলেন, সুপ্রিম কোর্টের উভয় বিভাগ এবং নিম্ন আদালতে আগামী ৯ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে।
[৩] এর আগে সাধারণ ছুটির মেয়াদ ৯ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে এতে বলা হয়েছে, ১০ ও ১১ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিও এর সঙ্গে যুক্ত হবে। এর মানে ১১ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে।
[৪] তবে মানুষের জীবন-জীবিকার স্বার্থে রিকশা-ভ্যানসহ যানবাহন, রেল, বাস পর্যায়ক্রমে চালু করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।