শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ১১:০৭ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড ১৯ ও স্বাস্থ্য ব্যবস্থা সংক্রান্ত আপডেট

তাসমিয়া নুহিয়া : [২] পিপিই: এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে সরকার থেকে বিভিন্ন স্তরের ৩ লক্ষ ৭৭ হাজার ১৪০ পার্সোনাল প্রোটেক্টিভে ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহ করা হয়েছে। মজুদ আছে ৪২ হাজার ৮৭০ পিপিই।

[৩] টেস্টিং: ঢাকা বর্তমানে ৭টি প্রতিষ্ঠানে কোভিড ১৯ এর পরীক্ষা হচ্ছে- আইইডিসিআর, আইসিডিডিআরবি, বিএসএমএমইউ, আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথলজি, শিশু হাসপাতাল। ঢাকার বাইরে হচ্ছে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেডিসিন, রংপুর মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ। ৭ দিনের মধ্যে বাকি বিভাগীয় শহরেও চালু হচ্ছে পরীক্ষার ল্যাব। ২১ হাজার টেস্টিং কিটস বিতরণ করা হয়েছে, মজুদ আছে ৭১ হাজার।

[৪] প্রশিক্ষণ: কোভিড ১৯ চিকিৎসা ব্যবস্থাপনা, হাসপাতাল সংক্রমণ এবং নিয়ন্ত্রণের জন্য প্রশিক্ষণ দেয়া হয়েছে ৭১০ জন ডাক্তার, ৪৩ জন নার্স ও ১৯০টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের মেডিকেল টেকনোলজিস্টদের। এছাড়া কোভিড ১৯ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন ১০ হাজার ৮১২ জন চিকিৎসক।

[৫] হটলাইনে সেবা প্রদান: এখন পর্যন্ত ফোন কোভিড ১৯ সংক্রান্ত সেবা নিয়েছেন ১১ লক্ষ ৫ হাজার ৩৫১ জন। হটলাইন সিস্টেমে চিকিৎসাসেবা ও তথ্য প্রদানে যুক্ত আছেন ১ হাজার ৫৪১ জন চিকিৎসা সেবা কর্মী।

[৬] চিকিৎসা: ঢাকায় যেসব প্রতিষ্ঠান কোভিড ১৯ এর চিকিৎসার জন্য নির্ধারিত- বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতাল, সংক্রামক রোগ হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রলিভার ইনস্টিটিউট, কুর্মতলা জেনারেল হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, মহানগর হাসপাতাল ও লালকুঠি হাসপাতাল। যেসব বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেয়া হচ্ছে: সাজিদ ফাউন্ডেশন, রিজেন্ট হাসপাতাল (উত্তরা, মিরপুর), ইউনাইটেড হাসপাতাল (মুন্সীগঞ্জ) ও আকিজ গ্রূপ।

[৭] ভেন্টিলেটর ও আইসিইউ: বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে ৫০০ ভেন্টিলেটর আছে। তার সাথে আরো ৭০০ ভেন্টিলেটর বসানোর কাজ চলছে। আমদানি করা হচ্ছে আরো ৩৫০ টি। প্রাইভেট হাসপাতালগুলোতে আছে ৭০০ ভেন্টিলেটর। সরকারি হাসপাতালগুলোতে নতুন ১০০ আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) শয্যা স্থাপনের কাজ চলছে। সেই সাথে আরও ৩০০ শয্যার সরঞ্জাম আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

[৮] কোভিড ১৯ সংক্রান্ত তথ্য ও সেবার জন্য যোগাযোগ করুন ফোনে: ১৬২৬৩, ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২ অথবা ১০৬৫৫ এ। সকল আপডেটের জন্য ভিজিট করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়