ইসমাঈল আযহার: [২] করোনাভাইরাস বিস্তার রোধে সৌদি আরবের মক্কা নগরীর ছয়টি জেলায় ২৪ ঘণ্টা কারফিউ জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
[৩] সোমবার (৩০ মার্চ) বিকেল ৩টা থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে।কারফিউ জারি করা এলাকাগুলো হচ্ছে- আজইয়াদ, আল মাসাফি, মিসফালাহ, আল হুজুন, নাকাসা ও হোশ বকর।
[৪] সরকারি নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এসব এলাকায় আসা-যাওয়া নিষিদ্ধ থাকবে। কারফিউ চলাকালীন সকাল ৬টা থেকে বিকেল ৩টার মধ্যে শুধু চিকিৎসা ও নিত্যপণ্য কেনাকাটায় বাইরে যাওয়া যাবে।
সূত্র: উর্দু নিউজ, উর্দু পয়েন্ট, উর্দু সোয়াল