শিরোনাম
◈ সাবেক স্ত্রীকে ‘মোটা’ বলায় আদালতে জরিমানা, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ◈ ভারতের পর আফগা‌নিস্তানও পাকিস্তানকে পা‌নি দেবে না, বাঁধ দিচ্ছে নদীতে ◈ ভারতের বিরুদ্ধে টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া, ফিরছেন ম‌্যাক্সও‌য়েল ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে স্পিন শক্তি বাড়ালো ওয়েস্ট ইন্ডিজ ◈ কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত করল সরকার ◈ আ. লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: শফিকুল আলম ◈ পতনের পর স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী ◈ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইসরায়েল, ট্রাম্পের কঠোর বার্তা ◈ প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল ◈ পশ্চিম তীর দখলে ইসরায়েলি পদক্ষেপের কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ১০:৫০ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিম্ন আয়ের মানুষদের ত্রাণ সামগ্রী দিচ্ছে চট্টগ্রাম জেলা পুলিশ

ইসমাঈল হুসাইন ইমু: [২] বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী রূপ ধারন করায় বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে গত ২৬ মার্চ থেকে দেশের সকল সরকারী/বেসরকারী অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে গরিব, দিন মজুর, নিম্ন আয় ও শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পরিবারের ভরন-পোষণ/আহার যোগাতে পারছেনা।

[৩] চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, এ ধরনের শ্রেণি ও পেশার মানুষের সাহায্যার্থে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সোমবার ৭শ’ পরিবারকে ত্রাণ সামগ্রী দেয়া হয়েছে। প্রাথমিকভাবে ২ হাজার পরিবারে মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ঢাল, ১ কেজি লবন সম্বলিত প্যাকেট বিতরনের জন্য জেলার ১৬টি থানার ওসিদের কাছে পাঠানো হয়েছে।

[৪] চট্টগ্রাম জেলা পুলিশের মিডিয়া ও জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, জেলার অতিরিক্ত পুলিশ সুপাররা বিভিন্ন থানা এলাকায় উপস্থিত থেকে সংশ্লিষ্ট সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জসহ গরিব ও অসহায় পরিবারের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে ত্রাণ বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়