শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ১০:৫০ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিম্ন আয়ের মানুষদের ত্রাণ সামগ্রী দিচ্ছে চট্টগ্রাম জেলা পুলিশ

ইসমাঈল হুসাইন ইমু: [২] বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী রূপ ধারন করায় বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে গত ২৬ মার্চ থেকে দেশের সকল সরকারী/বেসরকারী অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে গরিব, দিন মজুর, নিম্ন আয় ও শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পরিবারের ভরন-পোষণ/আহার যোগাতে পারছেনা।

[৩] চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, এ ধরনের শ্রেণি ও পেশার মানুষের সাহায্যার্থে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সোমবার ৭শ’ পরিবারকে ত্রাণ সামগ্রী দেয়া হয়েছে। প্রাথমিকভাবে ২ হাজার পরিবারে মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ঢাল, ১ কেজি লবন সম্বলিত প্যাকেট বিতরনের জন্য জেলার ১৬টি থানার ওসিদের কাছে পাঠানো হয়েছে।

[৪] চট্টগ্রাম জেলা পুলিশের মিডিয়া ও জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, জেলার অতিরিক্ত পুলিশ সুপাররা বিভিন্ন থানা এলাকায় উপস্থিত থেকে সংশ্লিষ্ট সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জসহ গরিব ও অসহায় পরিবারের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে ত্রাণ বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়