রাজু চৌধুরী, চট্টগ্রাম : [২] নগরবাসীর সুবিধার জন্য শর্তসাপেক্ষে চট্টগ্রাম মহানগরীর খাবার দোকান,বেকারী ও রেস্টুরেন্ট খোলা রাখা যাবে। তবে দোকানে বসে আড্ডা দেওয়া যাবে না। এই মর্মে নগরীর সকল থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা প্রদান করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম।
[৩]শর্তসমূহ হলঃ ১। শুধু খাবার সংগ্রহ করে বাসায় পার্সেল করে নেয়া যাবে। রেস্টুরেন্ট বা দোকানের ভিতর বসে খাবার খাওয়া যাবেনা।
২। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে রেস্টুরেন্টে আসা-যাওয়া করতে হবে।
৩।খাবার সংগ্রহের সময় নিরাপদ দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াতে হবে।
৪।রেস্টুরেন্ট বা খাবার দোকান কে কেন্দ্র করে কোনরূপ আড্ডা চলবে না।
৫।খাবার তৈরি থেকে বিক্রি পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে।
৬।প্রত্যেক খাবারের দোকানে প্রবেশ পথে হ্যান্ডওয়াশ বা সেনিটাইজেশন ব্যবস্হা রাখতে হবে। ৭। খাবার পার্সেলে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে সব দোকান ও রেস্টুরেন্টে মালিকদের। অত্যন্ত সাবধানতার সাথে রেস্টুরেন্ট মালিকরা রেস্টুরেন্টের খাবার বিক্রির কার্যক্রম পরিচালনা করতে হবে। এ ব্যাপারে সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সতর্ক দৃষ্টি রাখতেও নির্দেশ প্রদান করা হয়েছে। যাতে কোন লোকসমাগম না ঘটে এ বিষয়ে নগরবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সচেতনতা ও শৃঙ্খলার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করার আহবান জানান সিএমপি কমিশনার।