শিরোনাম
◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৮:৪৩ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাদিসের ব্যাখ্যায়, করোনায় মৃত ব্যক্তি পাবেন শহীদ’এর মর্যাদা

ডেস্ক রিপোর্ট  :[২]  বিশ্বজুড়ে এখন করোনার তাণ্ডব চলছে। করোনায় মৃত মুসলিম ব্যক্তি ইসলামের দৃষ্টিকোণ থেকে ‘শহীদ’-এর মর্যাদার দাবিদার। রাসূল (সা.)-এর একাধিক হাদিসে সে ইঙ্গিত আছে। যমুনা নিউজ ও যুগান্তর

[৩] সাধারণত কাফিরদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে নিহত ব্যক্তিকেই শহীদ মনে করা হয়। কিন্তু ইসলামের প্রবর্তক, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.) উক্ত ব্যক্তি ছাড়া আরো অনেক মৃত ব্যক্তিকে ‘শহীদ’র মর্যাদা লাভের সুসংবাদ দিয়েছেন। যাদের মৃত্যুকে সাধারণত ‘অপমৃত্যু’ মনে করা হয়। তবে, এ দুইয়ের মর্যাদায় তারতম্য থাকতে পারে।

[৪] হাদিসে বর্ণিত আছে, মহামারিতে মৃত্যুবরণকারী ‘শহীদের মর্যাদা পাবেন। এ মর্যাদা সে ব্যক্তিও লাভ করবে, যে মহামারি চালাকালীন আক্রান্ত এলাকায় সওয়াবের নিয়তে ধৈর্য্য ধরে অবস্থান করে স্বাভাবিক মৃত্যুবরণ করে। (বুখারি শরীফ:১/১৬২পৃ: হা: ৬৫৩)। এ দৃষ্টিকোণ থেকে বিশ্বব্যাপী মহামারি রূপ ধারণ করা করোনায় মৃত ব্যক্তি ‘শহীদ’র মর্যাদা লাভ করার কথা।

[৫] এছাড়াও হাদিসে বলা আছে, নিউমোনিয়ায় মৃত্যুবরণকারীও ‘শহীদ’র মর্যাদা পাবেন। (মাজমাউয যাওয়াইদ-৫/৩৮৯পৃ. হা: ৯৫৫৪)। করোনায় মৃত ব্যক্তিদের বড় অংশ নিউমোনিয়া জনিত কারণে মারা যাচ্ছেন। এ অর্থে তারাও শহীদ মর্যাদার দাবিদার।

[৬] অপর একটি হাদিসে জ্বরে মৃত্যুবরণকারীও ‘শহীদ এর মর্যাদা পাবেন বলে উল্লেখ আছে। ( উমদাতুল ক্বারী-১০/১৪৫)। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির অন্যতম লক্ষণ জ্বর। সুতরাং এ দিক থেকেও তিনি মুসলমান হয়ে থাকলে ইসলামের দৃষ্টিকোণ থেকে ‘শহীদ’র মর্যাদা লাভ করার দাবিদার।

[৭] করোনাভাইরাসে মুমিন ব্যক্তির মৃত্যু হলে তিনি শহীদের মর্যাদা পাবেন বলে জানিয়েছেন হালের আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। শহীদ হওয়ার ব্যাখ্যায় তিনি একটি হাদিসকে দলিল হিসেবে উপস্থাপন করেছেন। করোনা নিয়ে সচেতন করতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে আসেন আজহারী।

[৮] এসময় তিনি মুসনাদে আহমাদ ইবনে হাম্বলের একটি হাদিস পড়ে শোনান। আজহারী বলেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, কোনও বিশ্বাসী ব্যক্তি যদি মহামারিতে আক্রান্ত হয়ে মারা যায়, তাহলে এটা সাধারণ মৃত্যু নয়। এটা হবে শাহাদাতের মৃত্যু। মহামারিতে মৃত্যু হলো  উম্মতের জন্য শাহাদাতের মর্যাদা। এটা তাদের জন্য রহমত। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়