ফরহাদ টিটো : চা করোনা প্রতিরোধে কাজ করে খবরটা হয়তো পুরোপুরিই গুজব। তবে চায়ের ক্যাফইনে অনেক গুণ আছে। ট্র্যাডিশনাল ব্ল্যাক টি-তে যতোগুণ তার চেয়ে অনেক বেশি গ্রিন টি-তে, হারবাল টি-তে। সব ধরনের চা অনেক রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। গুজব এক পাশে রেখে চা খেয়ে যান। শরীরে কাজে লাগবে। কে জানে করোনার বিপক্ষেও কাজে লেগে যেতে পারে গরম পানিতে লেবুর রসের মতো। দয়া করে রেস্টুরেন্টের সেই ‘ফাসক্লাস’ চা খাবেন না সারাদিন.. .এক কাপে আধা কাপ দুধ আর দুই চামচ চিনি। চায়ের অনেক গুণ তা চাইনিজরা ভালো করে জানে। আজ থেকে নয়। এই গাছ এই পাতা আবিষ্কারের আমল থেকেই। আমাদের মতো ইন্ডিয়ান ‘চায়ে’, দুধ-চিনিতে ডোবা ফেন্সি চা তারা খায় না। লাল চা, কালো চা, সাদা চা... কতো ধরনের স্বাস্থ্যকর চা যে খায় তারা। ফেসবুক থেকে