শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৪:৩২ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোনায় ৯ উপজেলায় বিদেশ ফেরত প্রবাসীরা নিজের তথ্য গোপন করে ঘুরছে!

শাহীন খন্দকার : [২] সম্প্রতি উল্লেখিত উপজেলায় প্রবাসীরা কোভিড-১৯ এর সংক্রমণের তোয়াক্কা না করে, ফ্রী স্টাইলে চলাফেরা করছেন বলে জানা যায় উপজেলার বাসিন্দাদের নিকট। তথ্য অনুসন্ধানে জানা যায় নেত্রকোনা জেলা সদরে ২১৮, জন পূর্বধলায় ১০১ জন দূর্গাপুর ৮৪ জন কলমাকান্দা ৪৯ জন বারহাট্টায় ৩৪জন মোহনগঞ্জে ৮৩ জন কেন্দুয়ায় ৯জন, আটপাড়ায় ৬২ জন মদনে ৫৮ জন খালিয়াজুরীতে ২৩ জন।

[৩] হোম কোয়ারেন্টাইনে না থেকে এখন এলাকায় এক আতঙ্ক ছড়িয়ে দিয়েছেন তারা, নিজেদের তথ্য গোপন করে ঘুরে বেড়াচ্ছেন জেলা শহর থেকে উপজেলা গ্রামে।

[৪] উল্লেখিত, উপজেলায় শনাক্ত করা যাচ্ছে না তাদের। গত বৃহস্পতিবার পর্যন্ত পুলিশের স্পেশাল শাখায় ইমিগ্রেশন থেকে আসা ৮০৭ জনের মধ্যে এ পর্যন্ত ৮১ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করেছে স্বাস্থ্য বিভিাগ। বাকি ৭২৬ জনেরই খোঁজ নেই। যাদের পাওয়া গেছে সেখান থেকেও অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন। কাউকে আবার জরিমানাও করা হচ্ছে।

[৫] নেত্রকোনার সিভিল সার্জন মো. তাজুল ইসলাম জানান, শনিবার দুপুর পর্যন্ত মোট ৮১ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করা হয়েছে। বাকিদের খোঁজ করা হচ্ছে। তবে উল্লেখিত- প্রবাসী চীন, ইতালি ও সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফেরত দেশে এসেছেন। সংগ্রহ ফেইসবুক থাকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়