শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৪:৩২ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোনায় ৯ উপজেলায় বিদেশ ফেরত প্রবাসীরা নিজের তথ্য গোপন করে ঘুরছে!

শাহীন খন্দকার : [২] সম্প্রতি উল্লেখিত উপজেলায় প্রবাসীরা কোভিড-১৯ এর সংক্রমণের তোয়াক্কা না করে, ফ্রী স্টাইলে চলাফেরা করছেন বলে জানা যায় উপজেলার বাসিন্দাদের নিকট। তথ্য অনুসন্ধানে জানা যায় নেত্রকোনা জেলা সদরে ২১৮, জন পূর্বধলায় ১০১ জন দূর্গাপুর ৮৪ জন কলমাকান্দা ৪৯ জন বারহাট্টায় ৩৪জন মোহনগঞ্জে ৮৩ জন কেন্দুয়ায় ৯জন, আটপাড়ায় ৬২ জন মদনে ৫৮ জন খালিয়াজুরীতে ২৩ জন।

[৩] হোম কোয়ারেন্টাইনে না থেকে এখন এলাকায় এক আতঙ্ক ছড়িয়ে দিয়েছেন তারা, নিজেদের তথ্য গোপন করে ঘুরে বেড়াচ্ছেন জেলা শহর থেকে উপজেলা গ্রামে।

[৪] উল্লেখিত, উপজেলায় শনাক্ত করা যাচ্ছে না তাদের। গত বৃহস্পতিবার পর্যন্ত পুলিশের স্পেশাল শাখায় ইমিগ্রেশন থেকে আসা ৮০৭ জনের মধ্যে এ পর্যন্ত ৮১ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করেছে স্বাস্থ্য বিভিাগ। বাকি ৭২৬ জনেরই খোঁজ নেই। যাদের পাওয়া গেছে সেখান থেকেও অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন। কাউকে আবার জরিমানাও করা হচ্ছে।

[৫] নেত্রকোনার সিভিল সার্জন মো. তাজুল ইসলাম জানান, শনিবার দুপুর পর্যন্ত মোট ৮১ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করা হয়েছে। বাকিদের খোঁজ করা হচ্ছে। তবে উল্লেখিত- প্রবাসী চীন, ইতালি ও সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফেরত দেশে এসেছেন। সংগ্রহ ফেইসবুক থাকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়