নিজস্ব প্রতিবেদক : [২] বাংলাদেশ দলের ক্রিকেটাররা দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ।
[৩] নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশের মহান এই দিনে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে পোস্ট করেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহীম। একটু আলাদা করে চোখে পড়েছে সাকিব আল হাসানের পোস্ট। তিনি ঐতিহাসিক এই দিনের শ্রদ্ধা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধাদের প্রতি।
[৪] যাদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে উন্নতির ধারায় এগিয়ে চলছে লাল সবুজের বাংলাদেশ। সিনিয়র এই দুই ক্রিকেটারের মতো স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার।