শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০১:৩৭ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণপরিবহন ও দূর পাল্লার বাস ৩০ ভাগ চলছে

সুজিৎ নন্দী : [২] করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরে দেশের দূরপাল্লার ও গণপরিবহন চলাচল ৭০ ভাগ বন্ধ হয়ে গেছে। সোমবার দূরপাল্লার মোট বাসের ৩০ ভাগ চলেছে। এবং প্রতিটি বাসে যাত্রী ছিলো ৬০ ভাগ। এরই মধ্যে রাজশাহী ও খুলনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে।

[৩] প্রধানমন্ত্রী নির্দেশনা গণপরিবহন চলাচল সীমিত রাখার কার্যকর করা শুরু করেছি। পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ এতথ্য জানায়। তবে নেতৃবৃন্দ জানান, সরকারি সিদ্ধান্ত আসলেই সকল পরিবহন বন্ধ করে দেয়া হবে।

[৪] পরিবহন মালিক সমিতি নেতৃবৃন্দ জানান, দূর পাল্লার বাসে থার্মাল স্ক্যানার মেশিনে স্ক্যানিং করে ওঠা নামানো করা হচ্ছে। সচেতনতা বৃদ্ধিতে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে সচেতনতামূলক কিছু লিফলেট বিতরণ করা হচ্ছে। পাশাপাশি ভাইরাস প্রতিরোধে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে যাত্রীর হেলমেট ব্যবহার আপাতত বন্ধ রাখা যেতে পারে।

[৫] ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্যাহ বলেন, পরিবহন মালিকদের আমরা কোন নির্দেশনা দেয়নি। চালক-হেলপারদের প্রতি কঠোর নির্দেশনা মাস্ক ব্যবহার ও প্রতিটিপ শেষে হ্যান্ড ওয়াস দিয়ে হাত-পা পরিষ্কার করা। প্রতিনিয়ত পরিবহনগুলোতে জীবানুনাশক স্প্রে করা।

[৬] বাস মালিক সমিতির কেন্দ্রীয় নেতা রমেশ চন্দ্র বলেন, জেলা বা বিভাগীয় শহর থেকে বন্ধ সেখানকার মালিক সমিতি ও প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ হচ্ছে। তবে করোনা প্রতিরোধে সায়েদাবাদ, গুলিস্তান-টিবিসি রোড়, ফুলবাড়িয়া ও মহাখালী বাস টার্মিনাল এবং প্রত্যেকটি গাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়