শিরোনাম
◈ পূর্বাচল প্লট জালিয়াতি মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড ◈ পূর্বাচল প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ◈ বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ, তবে তৃতীয় দেশে পাঠাতে চায় ভারত; যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী শেখ হাসিনা ◈ জাতীয় নির্বাচনের আগে যে তিন চ্যালেঞ্জের মু‌খোমু‌খি বিএনপি ◈ বেহাল দশা লিভারপু‌লের, নি‌জের মাঠেই হে‌রে গে‌লো ডাচ ক্লাবের কাছে ◈ ব্রিটেনে ন্যূনতম মজুরি বাড়ল: আগামী এপ্রিল থেকে ঘণ্টায় বাড়বে সব বয়সের শ্রমিকদের আয় ◈ বায়ার্ন মিউনিখকে ৩-১ গো‌লে হারা‌লো আ‌র্সেনাল ◈ তারেক রহমান এখনও ভোটার নন, ডিসেম্বরে দেশে এসেই ভোটার হবেন: দলীয় সূত্র ◈ ফিফা নিষেধাজ্ঞা স্থগিত কর‌লো, বিশ্বকাপের শুরু থেকেই খেলতে পারবেন রোনালদো ◈ কেন বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মানহানি মামলা ঝুঁকিপূর্ণ হতে পারে

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০১:১১ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]লক ডাউন থাকায় চীন ও ইতালির বাতাসের মান উন্নত

মর্নিং পোস্ট : [২] করোনাভাইরাসের বাড়তে থাকা সংক্রমণ রুখতে কোয়ারেন্টাইনে হতে হয়েছে মানুষকে। বহু শহর লক ডাউন করে রাখা হয়েছে। খাদ্যের অভাব, চিকিৎসার অভাবে নাকাল হতে হচ্ছে মানুষকে। তবে লক ডাউন এবং কোয়রান্টিনের জেরে একটা বিষয় ভাল হয়েছে। এই কদিনেই বায়ুর মানের উন্নতি হয়েছে অনেকটাই। সম্প্রতি মার্কিন স্পেস এজেন্সি নাসার তোলা ছবিতে এই চিত্রই ধরা পড়েছে। তবে এখনই এই পরিবর্তনকে স্থায়ী বলতে পারছেন না পরিবেশবিদেরা।

[৩] ফেব্রুয়ারি মাসে নাসার তোলা ওই ছবিতে দেখা গিয়েছে, লক ডাউনের জেরে চীনের উহান শহরে নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ নাটকীয়ভাবে কমে গিয়েছে। একইভাবে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ)-র তোলা ছবিতে যেমন ইতালিতেও নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ কমে গিয়েছে এই ক’দিনেই। করোনাভাইরাস সংক্রমণের জেরে ইতালিও লক ডাউন। স্পেনে মার্চের মাঝামাঝি সময় থেকে মানুষজনের কোয়রান্টিন চলছে। তাই বার্সেলোনা, মাদ্রিদের ক্ষেত্রেও একই বদল লক্ষ্য করেছে ইএসএ।

[৪] পরিবেশবিদেরা জানাচ্ছেন। মূলত গাঁড়ির ধোঁয়া, তাপবিদ্যুৎ কেন্দ্র এবং কারখানা থেকেই নাইট্রোজেন ডাইঅক্সাইড নির্গত হয় পরিবেশে। করোনাভাইরাস আটকাতে এই সমস্ত দেশে লক ডাউন চলছে। কল-কারখানা, গাড়ি সবই প্রায় বন্ধ। তাই বাতাসে নাইট্রোজেন ডাইক্সাইডের পরিমাণও কমেছে। নাইট্রোজেন ডাইঅক্সাইড ফুসফুসের সংক্রমণ ঘটিয়ে থাকে।

[৫] বাতাসে নাইট্রোজেন ডাইঅক্সাইডের মেয়াদ মাত্র এক দিন। তাই লক ডাউনে বাতাসে উপস্থিত ক্ষতিকর দূষণকারী গ্যাসগুলোর মধ্যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের বদলই সবচেয়ে আগে নজরে পড়েছে। এরকম পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও কমবে, জানিয়েছেন পরিবেশবিদেরা। সাউথ এশিয়ান মনিটর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়