শিরোনাম
◈ ১১ দলের আসন সমঝোতার যৌথ সংবাদ সম্মেলন স্থগিত ◈ সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে অচল সায়েন্সল্যাব (ভিডিও) ◈ চলন্ত ট্রেনের বন্ধ দরজা থেকে ছিটকে পড়লো ঝুলন্ত হকার! ভিডিও ভাইরাল: চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ ◈ আইন-শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন, এক দিনও এদিক–সেদিক নয়: প্রধান উপদেষ্টা ◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন ◈ বিটিআরসির সতর্কবার্তা মোবাইল ফোন ব্যবহারকারীদের! ◈ বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ ◈ ‌নির্বাচ‌নে গণভোটে 'হ্যাঁ' ভোট দি‌তে প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করছে?

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ১১:২১ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২০, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘরবন্দি বিরাট-আনুষ্কা প্রেমে মশগুল, ভক্তরা বলছে সুখবর আসুক শিগগির

এল আর বাদল : [২] সারা বছর দুজনেই ব্যস্ত থাকেন। আর এই সময়টাতে তো তাদের এক সঙ্গে থাকারই কথা ছিলো না। কারণ, সামনেই আইপিএল। বিরাট কোহলির এখন বেঙ্গালুরু শিবিরে ব্যস্ত থাকার কথা। আর বাংলার পেসার ঝুলন গোস্বামীর বায়োপিকের শুটিং নিয়ে ব্যস্ত থাকার কথা অনুষ্কার। কিন্তু করোনাভাইরাসের আতঙ্ক সব লণ্ডভণ্ড করে দিয়েছে। গোটা দেশ কার্যত স্তব্ধ।

[৩] রোববার জনতা কার্ফ্যু ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার আগে থেকেই অবশ্য বিরাট ও অনুষ্কা শর্মা ঘরবন্দি। দেশের মানুষকেও হোম কোয়ারান্টিনে থাকার আহ্বান জানিয়েছিলেন তারা।

[৪] ঘরবন্দি এই সময়টাতে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন বিরুষ্কা। প্রেমে মশগুল তারা। কখনও আবার সচেতনতার ভিডিও পোস্ট করছেন তারা। দেখাচ্ছেন, করোনার প্রকোপ থেকে বাঁচতে ঠিক কীভাবে হাত ধুতে হবে। শনিবার অবশ্য দুজনেই ছিলেন একটু অন্য মেজাজে। আর সেটা আনুষ্কার ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবি থেকেই বোঝা গেলো। কোহলির সঙ্গে ঘরবন্দি অনুষ্কার সেই ছবিতে প্রেম মাখামাখি। নো মেকআপ লুক অনুষ্কার। আর ফানি ফেস বিরাটের। হঠাৎ পাওয়া এই অবসরে দুজনে মেতেছেন প্রেমে। এই ছবি যেন সেটাই বলে দেয়।

[৫] অত্যুৎসাহী ভক্তকূল আবার এই ছবিতে সুখবরের গন্ধ খুঁজতে নেমে পড়েছেন। একজন লিখেছেন, খুব তাড়াতাড়ি যেন সুখবর শুনতে পাই। আরেকজন আবার এই বক্তব্যের সমর্থন করে লিখেছেন, 'আমিও এটাই বলতে চাইছিলাম। সুখবরের অপেক্ষায় রয়েছি আমরা। কেউ কেউ আবার সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শও দিয়েছেন। কিন্তু প্রেম তো আর এসবে আটকে থাকে না। ঘরবন্দি বিরাট-আনুষ্কার রোমান্স অব্যহত রয়েছে।-জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়