শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ০৫:২৬ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০২০, ০৫:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে নৈশকোচের ধাক্কায় স্ত্রী নিহত , গুরুতর আহত স্বামী

সাদ্দাম হোস‌েন ,ঠাকুরগাঁও: [২] ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে নৈশ্যকোচের ধাক্কায় শিউলি বেগম (১৮) নামে মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহতের স্বামী মটর সাইকেল চালক বকস আলী (২৩)।শনিবার (২১ মার্চ) রাত সোয়া ৯ টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের ভেলাজান নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রাত আটটার দিকে শিউলি বেগম তার স্বামী বকস আলীর মটরসাইকেলে করে বাপের বাড়ী কালমেঘ থেকে শ্বশুড়বাড়ী সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর মালতিচুড়া গ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ভেলাজান নামক স্থানে বালিয়াডাঙ্গীর অভিমুখে যাওয়া শ্যামলী পরিবহনের একটি নৈশকোচ ওভারটেক করতে গিয়ে মটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শিউলি বেগম। পরে স্থানীয়রা শিউলি বেগমের মরদেহ ও তার আহত স্বামীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। আহত বকস আলীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানান হাসপাতালের কর্মরত চিকিৎসক।
সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়াও ঘাতক কোচটি আটকের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়