নিজস্ব প্রতিবেদক : [২] বিশ্বের নতুন মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। কিন্তু এ মহামারীর মধ্যেও নিজেদের লোভী মনোভাবটা ত্যাগ করতে পারেননি দেশের ব্যবসায়ীরা। ফলে বাড়িয়ে দিয়েছেন পণ্যের মূল্য। এ ঘটনায় বেশ ক্ষুব্ধ হয়েছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন।
[৩] অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটা জ্বালাময়ী স্ট্যাটাস দিয়েছেন রুবেল। বিশ্বের অন্যান্য জাতির সঙ্গে আমাদের পার্থক্য তুলে ধরে রুবেল লিখেছেন, লোভী ও নির্মম জাতি আমরা। চায়নাতে এত বড় একটা বিপর্যয় গেল, সেখানে মাস্কের দাম কমিয়ে দিল উৎপাদনকারী প্রতিষ্ঠান, কারণ তারা মানুষ। আর আমাদের দেশে করোনার নাম শুনেই ৫ টাকার মাস্ক ৫০ টাকা, আর ২০ টাকার মাস্ক ১০০/১৫০ টাকা! কারণ আমরা লোভী অমানুষ!
[৪] পরে আরও লিখেছেন, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি একাত্তরের সেই বীর সন্তানদের যাদের মিলিত প্রচেষ্টায় আমরা পেয়েছি এই স্বাধীনতা। অথচ আজ কেন এই বিপর্যয় আমরা সবাই এক নই। কেন?’