শাহনাজ বেগম : [২] জাপানের ঐতিহ্যবাহী চেরি ফুলের মৌসুমটি অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে করোনাভাইরাসের প্রদুর্ভাব মোকাবিলায় জাপানের জণগন ও কয়েক মিলিয়ন পর্যটককে চেরি প্রদর্শনি থেকে নিরুৎসাহিত করেছে কর্তৃপক্ষ। বিবিসি
[৩] কানসাই বিশ্ববিদ্যালয়ে কাতসুহিরো চেরি মৌসুমে দেশটির আর্থিক গুরুত্ব তুলে ধরে বলেন, গত বছর মার্চ থেকে মে মাসের মধ্যে প্রায় সাড়ে ৮.৫ মিলিয়ন পর্যটক দেশটিতে ভ্রমণ করেছিলেন। এতে দেশটি পর্যটন খাত থেকে প্রায় ৬৫০ বিলিয়ন ইয়েন উপার্জন করে।
[৪] শিজুওকা বিশ্ববিদ্যালয়ের সেজিরো তকেশিতা জানান, শুধু জাপানিদের অর্থনীতির জন্যই নয় এ মৌসুমে জণগন খাওয়া-দাওয়া ও আনন্দ উৎসবে মেতে ওঠে।