শিরোনাম
◈ আমন মৌসুমে ধান ও আতপ চাল কিনবে সরকার, নতুন দাম নির্ধারণ ◈ আট দিনেই ৭৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ১৪ দশমিক ৭০ শতাংশ ◈ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ১৩ নভেম্বর ◈ আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি, বৈজ্ঞানিক পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণের তাগিদ ◈ আগের মতোই মাঠে থাকছেন সেনাবাহিনীর সদস্যরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ-জলকামান নিক্ষেপ (ভিডিও) ◈ ঢাকা থেকে স্বতন্ত্র নির্বাচন করবেন আসিফ মাহমুদ (ভিডিও) ◈ দেশে যত সংকট দেখেন সবই তৈরি করা নাটক: মির্জা ফখরুল (ভিডিও) ◈ পেঁয়াজের কোনো সংকট নেই: বাণিজ্য উপদেষ্টা ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের জরুরি নির্দেশনা

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০৭:০৫ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০৭:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ আক্রান্তদের সহায়তা তহবিলে ২৩ কোটি টাকা দান করলো জার্মান ফুটবল দল

স্পোর্টস ডেস্ক : [২] আনুষ্ঠানিক এক বিবৃতিতে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) জানিয়েছে, বিশ্ব ফুটবল স্থবির হয়ে পড়েছে। মানুষের স্বাস্থ্য আর এ ভাইরাস প্রতিরোধ করাই এখন সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। আমরা বুঝতে পারছি, অনেকের পক্ষেই সব থামিয়ে ঘরে বসে থাকা সম্ভব না এবং জীবনযুদ্ধ চালিয়ে যেতে হবে।

[৩] ফুটবল অ্যাসোসিয়েশনের মহাব্যবস্থাপক অলিভার বিয়েরহফ ভিডিও কনফারেন্সে আরও বলেছেন, আমি খুবই খুশি যে জাতীয় দল দ্রুত সিদ্ধান্ত নিয়ে জরুরি সহায়তা পাঠাচ্ছে। এভাবে আমরা একটা বার্তা পাঠাচ্ছি এবং সবাইকে জানিয়ে দিচ্ছি, আমরা সবাই এই লড়াইয়ে ঐক্যবদ্ধ এবং মানুষকে সাহায্য করতে চাই সবাই।

[৪] ইউরোপে করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে। এখনো পর্যন্ত ১৩ হাজারেরও বেশি করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে জার্মানিতে। ইতালি বা স্পেনের মতো যেন ভয়াবহ আকার ধারণ না করে সে চেষ্টা চালাচ্ছে দেশটি। আর সে লড়াইয়ে যার যার অবস্থান থেকে লড়াইয়ের চেষ্টা চালানো হচ্ছে।

[৫] এর আগে সুইজারল্যান্ডের ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ে নেমেছিলেন। ১০ লাখ ইউরোর তহবিল সংগ্রহ করতে নেমেছেন। তিন দিনে ১ লাখ ২৪ হাজার ইউরোও জোগাড় হয়ে গেছে। একজন ফুটবল হিসেবে ইব্রাহিমোভিচ যা করে দেখাতে চাইছেন, সেটা একটি দল হিসেবে করে দেখাল জার্মানি। প্রথম আলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়