সুজিৎ নন্দী: [২] করোনাভাইরাস মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাতের সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ বিমানের দুবাই ও আবুধাবিগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সিঙ্গাপুর বিমান ৩ এপ্রিল পর্যন্ত বাতিল করা হয়েছে। এরই মধ্যে ভারত-বাংলাদেশ মৈত্রী ট্রেনও বন্ধ ঘোষণা করা হয়েছে।
৩] অন্যান্য ফ্লাইট ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র এ তথ্য জানা যায়।
৪] বিমানের উপ-ব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, মঙ্গলবার থেকে মালয়েশিয়াগামী বাংলাদেশ বিমানের নিয়মিত সব ফ্লাইট বন্ধ করা হয়। ফলে সৌদি, কাতার, ভারত এবং ওমান, মালয়েশিয়ার পর এবার আবুধাবিও বন্ধ হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই রুটে বিমান চলাচল বন্ধ থাকবে।