শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০১:২৯ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস শনাক্তে নতুন উদ্ভাবন মুজিববর্ষের শ্রেষ্ঠ উপহার, বললেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

আসিফ কাজল: [২] সরকারের কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করাকে বড় সহযোগিতা বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। নতুন এ প্রযুক্তিকে অনুমোদন দেয়ায় সরকারকে ধন্যবাদ জানান তিনি।

[৩] করোনা ভাইরাস শনাক্তে বৃহস্পতিবার দুপুরে গণস্বাস্থ্যকেন্দ্রর উদ্ভাবিত র‌্যাপিড ডট ব্লটকে অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এরপরেই ব্যাংকে এলসি খুলতে বেগ পেতে হয়েছে জানিয়ে জাফরুল্লাহ বলেন, শেষ মুহুর্তে কাঁচামাল সংগ্রহে ব্যাংকিং কার্যক্রম শেষ হয়েছে। তবে কোনো কোটেশন না থাকায় বিমানবন্দর কাস্টমস ৫০০ গুণ কর আরোপ করতে পারে বলে আশংকা প্রকাশ করেন তিনি।

[৪] ইংল্যান্ড থেকে কাঁচামাল দেশে পৌছানোর সঙ্গে সঙ্গেই যেনো বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত ছাড়পত্রের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহবান জানান তিনি।

[৫] ওষুধ প্রশাসন জরুরি অবস্থা বোঝেনা, তারা শুধু কমিটির মধ্যে ঘুরপাক খায় জানিয়ে তিনি বলেন, এটি তো এমন কোনো ওষুধ নয় যে মানুষের শরীরে প্রবেশ করানো হবে অথবা রোগীকে খাওয়ানো হবে। এটি রক্ত পরীক্ষা করার মতই একটি পদ্ধতি।

[৬] ডা. জাফরুল্লাহ বলেন, সাধারণ মানুষ করোনার কারণে যেভাবে আতঙ্কিত রয়েছেন এ পদ্ধতির বাজারে আসার পর সাধারণ মানুষের আতঙ্ক দূর হবে। এছাড়াও তৃণমূল পর্যায়ে করোনা ভাইরাস নির্ণয়ে মাত্র ৩০০ টাকায় ৫-১৫ মিনিট সময় লাগবে।

[৭] বৃহস্পতিবার ধানমন্ডির গণস্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে এ প্রতিবেদককে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়