আসাদুজ্জামান সম্রাট: [২] মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে সংসদ ভবন এলাকায় উপচে পড়া ভীড় দেখা গেছে। চোখ ধাঁধানো সাজে সাজানো হয়েছে জাতীয় সংসদ ভবন।সংসদের লবি ছাড়াও সংসদের ভেতরের বিভিন্ন জায়গায় নৌকার উপর শোভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোর্ট্রেট সংবলিত প্ল্যাকার্ড। সংসদ ভবনের ভেতরের প্রবেশের মূল ফটকের পাশের লেকে শোভা পাচ্ছে ভাসমান বঙ্গবন্ধুর ছবি।
[৩] বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ, অর্থাৎ জাতির পিতার এক জন্মদিন থেকে আরেক জন্মদিন পর্যন্ত এক বছরকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।
[৪] সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর-অধিদপ্তর, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলো মুজিব বর্ষজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে।