শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ১১:৪৩ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এনডিসিতে ‘বঙ্গবন্ধুর জীবনী’ শীর্ষক প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত

ইসমাঈল হুসাইন ইমু : [২] হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে এ ডিসকাশন অনুষ্ঠিত হয়।

[৩] মুক্তিযুদ্ধ জাদুঘরের বোর্ড অব ট্রাস্টি সদস্য মফিদুল হক সেশনটি পরিচালনা করেন। উক্ত প্যানেল ডিসকাশনে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক শামসুজ্জামান খান, সাবেক রাষ্ট্রদুত মুহাম্মদ জমির এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ও বঙ্গবন্ধু চেয়ার মো. আতিউর রহমান যথাক্রমে ‘রাজনীতিবিদ হিসেবে বঙ্গবন্ধু’, ‘রাষ্ট্রনায়ক হিসেবে বঙ্গবন্ধু’ এবং ‘নেতা হিসেবে বঙ্গবন্ধু’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনায় বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় যা উপস্থিত সকলকে অনুপ্রানিত করে।

[৪] গত ১৫ মার্চ ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২০ সদস্যদের উদ্দেশ্যে সিন্ডিকেট ডিসকাশনের আয়োজন করা হয় যেখানে প্রফেসর ড. হারুন অর-রশিদ, প্রফেসর ড. আবুল কাশেম মজুমদার, প্রফেসর ড. দেলোয়ার হোসেন এবং প্রফেসর ড. সোনিয়া নিশাত আমিন এর মত বিশিষ্ট শিক্ষাবিদবৃন্দ ডিসকাশনে অংশগ্রহণ করেন।

[৫] ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ, সকল ফ্যাকাল্টি এবং ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২০ এর সকল কোর্স সদস্যবৃন্দ এ আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়