শিরোনাম
◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ১১:৪৩ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এনডিসিতে ‘বঙ্গবন্ধুর জীবনী’ শীর্ষক প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত

ইসমাঈল হুসাইন ইমু : [২] হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে এ ডিসকাশন অনুষ্ঠিত হয়।

[৩] মুক্তিযুদ্ধ জাদুঘরের বোর্ড অব ট্রাস্টি সদস্য মফিদুল হক সেশনটি পরিচালনা করেন। উক্ত প্যানেল ডিসকাশনে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক শামসুজ্জামান খান, সাবেক রাষ্ট্রদুত মুহাম্মদ জমির এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ও বঙ্গবন্ধু চেয়ার মো. আতিউর রহমান যথাক্রমে ‘রাজনীতিবিদ হিসেবে বঙ্গবন্ধু’, ‘রাষ্ট্রনায়ক হিসেবে বঙ্গবন্ধু’ এবং ‘নেতা হিসেবে বঙ্গবন্ধু’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনায় বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় যা উপস্থিত সকলকে অনুপ্রানিত করে।

[৪] গত ১৫ মার্চ ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২০ সদস্যদের উদ্দেশ্যে সিন্ডিকেট ডিসকাশনের আয়োজন করা হয় যেখানে প্রফেসর ড. হারুন অর-রশিদ, প্রফেসর ড. আবুল কাশেম মজুমদার, প্রফেসর ড. দেলোয়ার হোসেন এবং প্রফেসর ড. সোনিয়া নিশাত আমিন এর মত বিশিষ্ট শিক্ষাবিদবৃন্দ ডিসকাশনে অংশগ্রহণ করেন।

[৫] ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ, সকল ফ্যাকাল্টি এবং ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২০ এর সকল কোর্স সদস্যবৃন্দ এ আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়