শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ১১:৪৩ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এনডিসিতে ‘বঙ্গবন্ধুর জীবনী’ শীর্ষক প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত

ইসমাঈল হুসাইন ইমু : [২] হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে এ ডিসকাশন অনুষ্ঠিত হয়।

[৩] মুক্তিযুদ্ধ জাদুঘরের বোর্ড অব ট্রাস্টি সদস্য মফিদুল হক সেশনটি পরিচালনা করেন। উক্ত প্যানেল ডিসকাশনে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক শামসুজ্জামান খান, সাবেক রাষ্ট্রদুত মুহাম্মদ জমির এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ও বঙ্গবন্ধু চেয়ার মো. আতিউর রহমান যথাক্রমে ‘রাজনীতিবিদ হিসেবে বঙ্গবন্ধু’, ‘রাষ্ট্রনায়ক হিসেবে বঙ্গবন্ধু’ এবং ‘নেতা হিসেবে বঙ্গবন্ধু’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনায় বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় যা উপস্থিত সকলকে অনুপ্রানিত করে।

[৪] গত ১৫ মার্চ ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২০ সদস্যদের উদ্দেশ্যে সিন্ডিকেট ডিসকাশনের আয়োজন করা হয় যেখানে প্রফেসর ড. হারুন অর-রশিদ, প্রফেসর ড. আবুল কাশেম মজুমদার, প্রফেসর ড. দেলোয়ার হোসেন এবং প্রফেসর ড. সোনিয়া নিশাত আমিন এর মত বিশিষ্ট শিক্ষাবিদবৃন্দ ডিসকাশনে অংশগ্রহণ করেন।

[৫] ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ, সকল ফ্যাকাল্টি এবং ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২০ এর সকল কোর্স সদস্যবৃন্দ এ আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়