শাহনাজ বেগম : [২] সার্কভুক্ত দেশের প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী মোদী রোববার বলেছেন, গাছাড়া মনোভাব ত্যাগ করতে হবে এবং আতঙ্কিত না হয়ে প্রস্তুতি নিতে হবে। এনডিটিভি
[৩] তিনি বলেন, ভাইরাস ছড়িয়ে পড়া গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে ভারত এবং স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ থেকে শুরু করে একাধিক পদক্ষেপ নেয়া হয়েছে।
[৪] এ পর্যন্ত ভারতের আক্রান্তের সংখ্যা ১০৭ ছাড়িয়েছে। তারমধ্যে মহারাষ্ট্রে ৩১ জন। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে, দেশের বেশিরভাগ স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে। অনেক অফিসকর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে, সিনেমা হল বন্ধ রাখার পাশাপাশি বিভিন্ন উৎসব এবং সমাবর্তন স্থগিত রাখা হয়েছে।