শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০১:১৭ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজার ৩টি চেক পোস্ট দিয়ে ভারত প্রবেশে নিষেধাজ্ঞা

স্বপন দেব, মৌলভীবাজার প্রতনিধি : [২] প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মৌলভীবাজারের ৩টি চেক পোস্ট দিয়ে ভারত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৩ মার্চ
শুক্রবার থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানা গেছে।

[৩] নিষেধাজ্ঞায় বলা হয়েছে, কেবলমাত্র ভারতীয় নাগরিকরাই বাংলাদেশে থেকে এসব চেক পোস্ট দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে। ইমিগ্রেশন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, করোনাভাইরাস নিয়ন্ত্রণে ভারত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। তবে ভারত সরকার অনুমোদন দিলে যে কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারবে।

[৪] এ বিষয়ে চাতলাপুর চেক পোস্টে দায়িত্বরত ইমিগ্রেশন ইনচার্জ এসআই মো. জামাল বলেন, ভারতীয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। এতে আমাদের কিছু করার নেই। তবে করোনা সনাক্ত করার জন্য আমাদের মেডিকেল টিম কাজ করছে।

[৫] প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কয়েকটি বিশেষ ক্যাটাগরির বাইরে বিশ্বের সব দেশের নাগরিকদের ভিসা স্থগিত করেছে ভারত সরকার। বুধবার ভারতের স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষবর্ধনের নেতৃত্বে মন্ত্রীদের বৈঠকের পর সন্ধ্যায এই সিদ্ধান্ত নেয়া হয়।

[৬] তবে কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা, চাকরি ও প্রকল্প ভিসা এই আদেশের বাইরে থাকবে বলে জানিয়েছে দেশটি। একই সময়ের জন্য ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারীদের ভিসামুক্ত প্রবেশাধিকার সুবিধাও স্থগিত করেছে দেশটির সরকার।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়