শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০১:১৭ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজার ৩টি চেক পোস্ট দিয়ে ভারত প্রবেশে নিষেধাজ্ঞা

স্বপন দেব, মৌলভীবাজার প্রতনিধি : [২] প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মৌলভীবাজারের ৩টি চেক পোস্ট দিয়ে ভারত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৩ মার্চ
শুক্রবার থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানা গেছে।

[৩] নিষেধাজ্ঞায় বলা হয়েছে, কেবলমাত্র ভারতীয় নাগরিকরাই বাংলাদেশে থেকে এসব চেক পোস্ট দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে। ইমিগ্রেশন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, করোনাভাইরাস নিয়ন্ত্রণে ভারত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। তবে ভারত সরকার অনুমোদন দিলে যে কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারবে।

[৪] এ বিষয়ে চাতলাপুর চেক পোস্টে দায়িত্বরত ইমিগ্রেশন ইনচার্জ এসআই মো. জামাল বলেন, ভারতীয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। এতে আমাদের কিছু করার নেই। তবে করোনা সনাক্ত করার জন্য আমাদের মেডিকেল টিম কাজ করছে।

[৫] প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কয়েকটি বিশেষ ক্যাটাগরির বাইরে বিশ্বের সব দেশের নাগরিকদের ভিসা স্থগিত করেছে ভারত সরকার। বুধবার ভারতের স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষবর্ধনের নেতৃত্বে মন্ত্রীদের বৈঠকের পর সন্ধ্যায এই সিদ্ধান্ত নেয়া হয়।

[৬] তবে কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা, চাকরি ও প্রকল্প ভিসা এই আদেশের বাইরে থাকবে বলে জানিয়েছে দেশটি। একই সময়ের জন্য ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারীদের ভিসামুক্ত প্রবেশাধিকার সুবিধাও স্থগিত করেছে দেশটির সরকার।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়