মোঃ ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি :[২] করোনা ভাইরাস প্রতিরোধে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ইতালী ফেরত বাবা (৪৫) ও ছেলেকে (২২) হোম কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১০ মার্চ) বিকালে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম হেদায়েতুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
[৩]তিনি বলেন, গত ২রা মার্চ উপজেলার জঙ্গল ইউনিয়নের বাসিন্দা ইতালী প্রবাসী বাবা-ছেলে বাংলাদেশে আসেন। দেশে আসার সময় ইতালী, দুবাই ও বাংলাদেশে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ওই সময় তাদের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। তবে তথ্য-উপাত্তের ভিত্তিতে আমরা জানতে পেরেছি করোনা ভাইরাস ১৪ দিনে প্রকাশ পায়। এ জন্য মন্ত্রণালয়ের নির্দেশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিদেশ ফেরত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করতে বলা হয়। তাদের তথ্য অনুযায়ী ৯ই রাত থেকে নিজ বাড়ীতেই ইতালী ফেরত বাবা-ছেলেকে গ্রাম পুলিশের পাহারায় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং স্থানীয়দের সচেতন করা হয়েছে। যেহেতু তারা দেশে এসেছেন এক সপ্তাহ হয়েছে। তাই আরও এক সপ্তাহ তাদের পর্যবেক্ষণে রাখা হবে। এ সময় নিয়মিত টহল পুলিশ থাকবে তাদের পাহারায়। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ তাদের মধ্যে করোনার লক্ষণ দেখা যায়নি। প্রশাসন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে। ১৪ দিন পর তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম বলেন, বালিয়াকান্দিতে ইতালী ফেরত দু’জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাদের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ নেই। তারা সম্পূর্ণ সুস্থ। সতর্কতার জন্য তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়নি। আতংকিত হওয়ার কিছু নেই। এটি ভাইরাসজনিত রোগ। এর চিকিৎসাও খুব জটিল নয়। অধিকাংশ রোগী সুস্থ হয়ে যায়।