আক্তারুজ্জামান : [২] গত দুদিন ধরে সামাজিক মাধ্যমসহ সব জায়গায় ছড়িয়ে পড়েছে- ২৮ মার্চ ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত চ্যারিটি ম্যাচে খেলবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। তবে আসল কথা হলো সাকিব মাঠে থাকবেন কিন্তু ক্রিকেটার হিসেবে নয়, আয়োজকদের অনুরোধে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। সঙ্গে থাকবেন মোহাম্মদ আশরাফুলও।
[৩] জুয়াড়ির তথ্য গোপন করায় সব ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞায় আছেন সাকিব। নিষেধাজ্ঞার এক বছরে কোনো স্বীকৃত ম্যাচে অংশ নিতে পারবেন না তিনি। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার প্রিস্টন সিটি ওভাল মাঠে একটি ক্রিকেট ফেস্টিভালের আয়োজন করছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস অ্যান্ড এডুকেশন। যেখানে লড়বে মেলবোর্ন ও সিডনির অনূর্ধ্ব-১৬ বছর বয়সী ক্রিকেটাররা। অতিথি হিসেবে সেই ম্যাচ দেখতে যাবেন সাকিব।
[৪] এক ভিডিও বার্তায় সাকিব আল হাসান বলেন, ‘আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস অ্যান্ড এডুকেশনের আমন্ত্রণে ২৮শে মার্চ ইন্ডিপেন্ড ডে চ্যারিটি ক্রিকেট ফেস্টে অংশগ্রহণ করতে আমি আসছি মেলবোর্নে। আশা করি আপনাদের সবার সঙ্গে দেখা হবে।’