শরীফ শাওন : [২] সমিতির বক্তারা বলেন, অস্থায়ী নিয়োগে ৩৭ হাজার দপ্তরী নেয়া হলেও সার্বক্ষণিক বিদ্যালয়ের কাজে থাকতে হয়। নৈমিত্তিক ছুটি পাওয়া যায় না, বেতনের পরিমান বাজারমূল্যে খুবই কম।
[৩] তারা আরও বলেন, পদটিকে আউটসোর্সিং দেখানোতে রাজস্ব খাতে যাবার সুযোগ নেই। গত বছর সাংসদ শাজাহান খান চাকরিটি জাতীয়করণের লক্ষ্যে উত্থাপন করে। গত ৬ অক্টোবর প্রজ্ঞাপনের মাধ্যমে পদটি রাজস্বখাতে নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানালে তারা আউটসোর্সিং দেখায়।
[৪] সোমবার (৯ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কাম প্রহরী সমিতির নেতৃবৃন্দ এ দাবি জানান।