শিরোনাম
◈ ১৮ বছর পর বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ◈ এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক ◈ চট্টগ্রাম বন্দরে ১২শ টন কাঁচামালবাহী লাইটার জাহাজ ডুবি (ভিডিও) ◈ শাহজালালে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের ◈ বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ গাঁজা সেবনের পর ভয়াবহ স্মৃতি মনে পড়ে মালালার ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ দ‌লের কা‌ছে নয়, রিশা‌দের কা‌ছে হে‌রে গেলো ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পেনাল্টি থেকে পাওয়া গোলে জয় পেলো বার্সেলোনা

ইয়াসিন আরাফাত : [২] ন্যু ক্যাম্পে ম্যাচের ৮১ মিনিটে ভিএআরের কল্যাণে পাওয়া পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন লিওনেল মেসি। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে আপাতত বার্সা আছে শীর্ষে। তবে রিয়াল মাদ্রিদ নিজেদের পরের ম্যাচ জিতে আবার দুইয়ে নেমে যাবে বার্সা।

[৩] মার্টিন ব্রাথওয়েট, আন্টোয়ান গ্রিযমান ও মেসিকে একসঙ্গে রেখে একাদশ সাজিয়েছিলেন কিকে সেতিয়েন। প্রথমার্ধে মেসি ও গ্রি্যমান বিবর্ণ থাকলেও সেরা হিসেব নিজেকে কে প্রমাণের যথেষ্ট চেষ্টা করেছেন ব্রাথওয়েটই। গতি দিয়ে সোসিয়েদাদের ডিফেন্স লাইন ফাঁকি দিয়ে বেশ কয়েকবার গোলেও শট করেছিলেন তিনি। কিন্তু সতীর্থরা নিজেদের সেরা খেলাটা খেলতে না পারায় বার্সাকে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে একেবারে শেষ পর্যন্ত।

[৪] ৪০ মিনিটে বক্সের ভেতর ভালো জায়গায় বলে পেয়েও গোল করতে পারেন নি মেসি। এর পরের মিনিটে সোসিয়েদাদের মিকেল মেরিনোকে মারাত্মক এক ফাউল করেছিলেন মেসি। ভাগ্য বিপক্ষে গেলে দেখতে পারতেন সরাসরি লাল কার্ডও। তবে হলুদ কার্ড দেখে সে যাত্রা বেঁচে যান মেসি।

[৫] দ্বিতীয়ার্ধে দুই দলই গুটিকয়েক ভালো সুযোগ পেয়েও হাতছাড়া করেছে। ন্যু ক্যাম্পে তেমন কোন সুবিধা করতে পারেননি সোসিয়েদাদ- বার্সা কেউই।

[৬] খেলার ৮১ মিনিটে রাকিটিচের বদলি হয়ে মাঠে নামা আর্তুরো ভিদালের করা বাম প্রান্ত থেকে ক্রস ডি বক্সের ভেতর ঢুকলে তা ক্লিয়ার করার জন্য লাফিয়ে উঠে হেড করতে চাইলেও বল লেগেছিল রবিন লি নরমান্দের বাহুতে।প্রথমে বুঝা না গেলেও ভিএআরের পরামর্শে রেফারি মাঠের বাইরে রিপ্লে দেখে নিজের প্রথম সিদ্ধান্ত বদলে পেনাল্টির সিদ্ধান্ত দেন।

[৭] হয়ত ক্যারিয়ারের সবচেয়ে বাজে মুহুর্ত পার করছেন মেসি। তবুও লা লিগায় ২২ ম্যাচে ১৯ তম গোল করে ইউরোপের শীর্ষ ৫ লিগের ইতিহাসে এখন সর্বোচ্চ গোলদাতা তিনি। ৪৩৮ গোল তার, আর দ্বিতীয় স্থানে থাকা ৪৩৭ গোল ক্রিশ্চিয়ানো রোনালদোর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়