শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পেনাল্টি থেকে পাওয়া গোলে জয় পেলো বার্সেলোনা

ইয়াসিন আরাফাত : [২] ন্যু ক্যাম্পে ম্যাচের ৮১ মিনিটে ভিএআরের কল্যাণে পাওয়া পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন লিওনেল মেসি। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে আপাতত বার্সা আছে শীর্ষে। তবে রিয়াল মাদ্রিদ নিজেদের পরের ম্যাচ জিতে আবার দুইয়ে নেমে যাবে বার্সা।

[৩] মার্টিন ব্রাথওয়েট, আন্টোয়ান গ্রিযমান ও মেসিকে একসঙ্গে রেখে একাদশ সাজিয়েছিলেন কিকে সেতিয়েন। প্রথমার্ধে মেসি ও গ্রি্যমান বিবর্ণ থাকলেও সেরা হিসেব নিজেকে কে প্রমাণের যথেষ্ট চেষ্টা করেছেন ব্রাথওয়েটই। গতি দিয়ে সোসিয়েদাদের ডিফেন্স লাইন ফাঁকি দিয়ে বেশ কয়েকবার গোলেও শট করেছিলেন তিনি। কিন্তু সতীর্থরা নিজেদের সেরা খেলাটা খেলতে না পারায় বার্সাকে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে একেবারে শেষ পর্যন্ত।

[৪] ৪০ মিনিটে বক্সের ভেতর ভালো জায়গায় বলে পেয়েও গোল করতে পারেন নি মেসি। এর পরের মিনিটে সোসিয়েদাদের মিকেল মেরিনোকে মারাত্মক এক ফাউল করেছিলেন মেসি। ভাগ্য বিপক্ষে গেলে দেখতে পারতেন সরাসরি লাল কার্ডও। তবে হলুদ কার্ড দেখে সে যাত্রা বেঁচে যান মেসি।

[৫] দ্বিতীয়ার্ধে দুই দলই গুটিকয়েক ভালো সুযোগ পেয়েও হাতছাড়া করেছে। ন্যু ক্যাম্পে তেমন কোন সুবিধা করতে পারেননি সোসিয়েদাদ- বার্সা কেউই।

[৬] খেলার ৮১ মিনিটে রাকিটিচের বদলি হয়ে মাঠে নামা আর্তুরো ভিদালের করা বাম প্রান্ত থেকে ক্রস ডি বক্সের ভেতর ঢুকলে তা ক্লিয়ার করার জন্য লাফিয়ে উঠে হেড করতে চাইলেও বল লেগেছিল রবিন লি নরমান্দের বাহুতে।প্রথমে বুঝা না গেলেও ভিএআরের পরামর্শে রেফারি মাঠের বাইরে রিপ্লে দেখে নিজের প্রথম সিদ্ধান্ত বদলে পেনাল্টির সিদ্ধান্ত দেন।

[৭] হয়ত ক্যারিয়ারের সবচেয়ে বাজে মুহুর্ত পার করছেন মেসি। তবুও লা লিগায় ২২ ম্যাচে ১৯ তম গোল করে ইউরোপের শীর্ষ ৫ লিগের ইতিহাসে এখন সর্বোচ্চ গোলদাতা তিনি। ৪৩৮ গোল তার, আর দ্বিতীয় স্থানে থাকা ৪৩৭ গোল ক্রিশ্চিয়ানো রোনালদোর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়