শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০৬:৪৮ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাস : বাঘ কামড় দেওয়ার আগেই তাকে খাঁচায় পুরতে হবে

আশীফ এন্তাজ রবি : আমি করোনাভাইরাস নিয়ে শঙ্কিত। শঙ্কিত হওয়ার কারণ আছে। গোটাবিশ্ব এই রোগের কাছে জব্দ হয়ে আছে। পৃথিবীর বাঘা বাঘা বিজ্ঞানীরা কোনো দিশা পাচ্ছেন না। পৃথিবীর শ্রেষ্ঠতম হাসপাতালের চিকিৎসকরাও অসহায়বোধ করছেন। অকাতরে মানুষ মরছে। শুধু আমাদের কোনো হেলদোল নেই। আমরা বোধহয় ধরে নিয়েছি, করোনাভাইরাস আমাদের এদিকে আসবে না। কিংবা এলেও আমাদের কোনো ক্ষতি হবে না। অথচ বিশ্বের যে ২৫টি দেশ করোনাভাইরাসের ঝুঁকিতে শীর্ষে রয়েছে, বাংলাদেশ তাদের একটি। বিশ্বের বাঘা বাঘা বিশ্লেষকরা এই রকমই বলছেন। এ কথা সত্য যে, এখন পর্যন্ত করোনায় বাংলাদেশে কেউ মারা যায়নি, এই রোগ এখনো দেশে ছড়ায়নি। কিন্তু তার মানে এই নয় যে, এই রোগ দেশে আসবে না, কিংবা মহামারী আকারে ছড়াবে না।
বরং ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে একবার এই রোগ ছড়ালে, সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আমরা মহাসমারোহে এবং গর্ব নিয়ে মুজিববর্ষ পালন করছি। এজন্য আমাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত যাতে কোনোভাবেই করোনায় জেরবার হয়ে, বছরটি ‘করোনাবর্ষে’ পরিণত না হয়। টিভিতে সারাদিন ধরে জনসচেতনামূলক বিজ্ঞাপন দেখানো উচিত। সংবাদপত্রের উচিত প্রতিদিন একটি পৃষ্ঠা বরাদ্দ করা, কীভাবে এই রোগ থেকে আমরা বাঁচতে পারি। মসজিদের মাইক থেকে বেলায় বেলায় ঘোষণা দিলে আরও ভালো হয়। অতি শৈশবে শেখা একটি লাইন আমাদের পুনরায় স্মরণ করতে হবে। লাইনটি হলো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। যার অনুবাদ হচ্ছে বাঘ কামড় দেওয়ার আগেই তাকে খাঁচায় পুরতে হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়