কূটনৈতিক প্রতিবেদক : [২] বৃহস্পতিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এ তথ্য জানিয়ে বলছে, বুধবার ওয়াশিংটন ডিসির আমেরিকান রেড ক্রসের সদর দপ্তরে পুরস্কার প্রদান করা হয়।
[৩] বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে এর ভাইস চেয়ারম্যান ও আইএফআরসির গর্ভনিং বোর্ডের সদস্য এবং সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত পুরস্কার গ্রহণ করেন।
[৪] ডা. মো. হাবিবে মিল্লাত বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের বিভিন্ন মানবিক কার্যক্রমের জন্য বিশ্বজুড়ে একটি সম্মানজনক স্থান অর্জন করেছে। ২০১৯ সালে মানবিক কার্যক্রমের জন্য পাওয়া এ অর্জন অত্যন্ত গর্বের ও সম্মানজনক। এতে প্রতিষ্ঠান ও রাষ্ট্র উভয়ই সম্মানিত হবে।