শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ০৬:০২ সকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নবীগঞ্জে সুদখোরের বিরুদ্ধে ইউএনও’র কাছে অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি : [২] সুদখোরের জ্বালায় অতিষ্ঠ হয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করেছেন মহিবুর রহমান রুকুদ নামের নামের এক ভুক্তভোগী।

[৩] গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৭ সালে উপজেলার দেবপাড়া ইউনিয়নের উত্তর দেবপাড়া গ্রামের মৃত ফজর মিয়ার পুত্র সুদ ব্যবসায়ী হিসেবে পরিচিত এনামুল মিয়ার কাছ থেকে সমস্যায় পড়ে সুদী ১ লক্ষ টাকা নেন একই গ্রামের মুমিন উল্লার পুত্র মহিবুর রহমান রুকুদ। এঘটনায় একাধিক বার বিচার শালিস হয়। এ পর্যন্ত মুহিবুর রহমান রুকুদ ১লক্ষ টাকার বিপরীতে সুদে আসলে ৫লক্ষ ১৫ হাজার টাকা পরিশোধ করেছেন। তারপরও সুদ ব্যবসায়ী এনামুল মিয়া রুকদের কাছে আরো সাড়ে ৪লক্ষ টাকা পান দাবী করেন। এই টাকার জন্য এনামুল মিয়া রুকুদ মিয়াকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। এরই জের ধরে গত মঙ্গলবার বিকেলে এনামুল মিয়াসহ তার লোকজন রুকুদ মিয়ার উপর এলোপাতাড়ি হামলা করেন। পরে স্থানীয় লোকজন এসে রুকুদকে এনামুল হাত থেকে রক্ষা করেন। সুদখোর এনামুলের জ্বালায় অতিষ্ঠ হয়ে অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের বরাবর প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করেছেন। ‘‘এব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন’’ অভিযোগ যাচাই-বাচাই করে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়