শিরোনাম
◈ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় ইসি কর্মকর্তারা ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধেই উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ◈ লন্ডনের রাস্তায় যা করলেন ভারতীয় ছাত্রী, ভিডিও ভাইরাল ◈ ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ৩৮ হাজার কোটি টাকা লুটে নিয়েছে এস আলম! ◈ ‘২ মাসের বেশি রিলেশনে থাকি না, টেস্ট চেঞ্জ করতে ভালো লাগে’ ◈ নির্বাচনের জন্য ১০ লাখের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ইসি ◈ এবার নিলামে বিক্রি হচ্ছে হাজার হাজার ঘনফুট সাদাপাথর ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ নির্দেশনা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ◈ এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ নির্বাচনী চ্যালেঞ্জ সবাই মিলে মোকাবেলা করতে হবে: ৭ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

প্রকাশিত : ০২ মার্চ, ২০২০, ০৮:৫৫ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০২০, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোট নিহত ৪৬, দিল্লি এখন শান্ত, গুজবে কান না দিতে অনুরোধ জানালো পুলিশ  

সালেহ্ বিপ্লব : [২] গতকাল গোকুলপুরি এলাকার একটি ক্যানালে একজনের দেহ উদ্ধার হয়। আর দুজনের মরদেহ ভাগিরথি বিহার ক্যানেল থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের কর্মকর্তারা। মানুষের মুখে উত্তেজনা ছড়িয়েছে কোথাও কোথাও, শাহীনবাগে জমায়েত ঠেকাতে জারি করা হয়েছে ১৪৪ ধারা, মোতায়েন বাড়তি ফোর্স।

[৩] পশ্চিম ও দক্ষিণপূর্ব দিল্লিতে কোনও অশান্তি নেই, এ কথা জানিয়ে দিল্লি পুলিশ টুইটারে বলেছে, “সোশ্যাল মিডিয়ায় দক্ষিণ পূর্ব ও পশ্চিম দিল্লিতে উত্তেজনার কিছু প্রমাণহীন খবর ঘুরছে। জানানো হচ্ছে যে, এগুলি সবই গুজব। এই ধরণের গুজবে কান দেবেন না। গুজব ছড়ানোর দিকে নজর রয়েছে পুলিশের, এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।” এনডিটিভি

[৪] নাগরিকত্ব আইন নিয়ে দিল্লিতে গেলো সপ্তাহের দাঙ্গায় নিহত ৪৬, আহত শতাধিক।  গতকাল সোশ্যাল মিডিয়ায় নতুন করে অশান্তির খবর ছড়ায়। দিল্লি মেট্রো রেল করপোরেশন তড়িঘড়ি করে তিলক নগর, নাঙ্গোলি, সুরজমল স্টেডিয়াম. বদরপুর, তুঘলকাবাদ, উত্তমনগর পশ্চিম এবং নওয়াদা মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ করে দেয়।

[৫] দিল্লি পুলিশ বলছে, “গুজব সবচেয়ে বড় শত্রু, খায়লা-রঘুবীর নগর জেলায় অশান্তির গুজবের খবর পাওয়া গিয়েছে। এর পিছনে কোনও সত্যতা নেই।  পরিস্থিতি পুরোপুরি শান্ত এবং স্বাভাবিক, সবাইকে শান্তিরক্ষার আবেদন করা হচ্ছে।”

[৬] দক্ষিণ পূর্ব রেলের ডেপুটি পুলিশ কমিশনার আরপি মিনা বলেন, “ঘটনাস্থলের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে। আমরা অনেক ফোন পেয়েছি। সব ফোনই ভুয়া বলে দেখা গিয়েছে। আমরা ফোনকলগুলি ইন্সপেক্টর এসএইচও কে পাঠিয়েছি। আমরা এলাকার নিয়ন্ত্রণ নিয়েছি। মানুষের সঙ্গে আমরা কথা বলছি”।

[৭] তিনি আরও জানান, “খাদের এলাকা, খাড্ডা কলোনি, বদরপুর, একতাবিহার,তুঘলকাবাদ থেকে আমরা ফোনকল পেয়েছি। এই সমস্ত এলাকা নিয়ন্ত্রণে। কোনও ঘটনা ঘটেনি। মেট্রো স্টেশনগুলিও এখন কাজ করছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়