সুজন কৈরী : [২] রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া বাস টার্মিনাল থেকে ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। আটকরা হলেন - মো. রফিক সরদার (৩২) ও মোহাম্মদ আলী শেখ (৩২) এবং শ্যামল সাহা (৩০)।
[৩] শনিবার সকালে ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার এক সংবাদ বিজ্ঞপিতে জানিয়েছেন, শুক্রবার রাতে অভিযান চালিয়ে ওই তিন জনকে আটক করা হয়েছে। অভিযানকালে ৯০ পিস ইয়াবা, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৬টি সীমকার্ডসহ ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।