শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৫১ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাশরাফি-তামিমদের সঙ্গে সিলেট যাচ্ছেন নাঈম-বিপ্লব

শিউলী আক্তার : [২] জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জায়গা পাননি তরুণ ক্রিকেটার নাঈম হাসান ও আমিনুল ইসলাম বিপ্লব। তবে স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে সিলেট যাবেন তারা। মূলত স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে নেটে কাজ করার জন্যই তাদেরকে পাঠানো হচ্ছে।

[৩] বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা নাঈম এবং বিপ্লবকে সিলেটে ওয়ানডে দলের সঙ্গে পাঠাচ্ছি। ভেট্টোরির সঙ্গে আরো সময় যেনো ওরা কাজ করতে পারে।’

[৪] ইংল্যান্ড বিশ্বকাপের পর ১০০ দিনের জন্য ভেট্টোরির সঙ্গে চুক্তিবদ্ধ হয় বিসিবি। ২০২০ সাল পর্যন্ত তার কাজ করার কথা বাংলাদেশের সঙ্গে। তবে পরবর্তীতে এই চুক্তিতে হালকা পরিবর্তন আনে বোর্ড।

[৫] পরিবর্তিত চুক্তি অনুযায়ী, স্কোয়াডের বাইরের স্পিনারদের নিয়ে আলাদা করে কাজ করবেন ভেট্টোরি। তবে বাংলাদেশের ম্যাচ না থাকাকালীন সময়ে। এ কারণে বুধবার মিরপুর শের এ বাংলা জাতীয় স্টেডিয়ামে ৪ স্পিনারকে নিয়ে কাজ করেছেন তিনি।

[৬] আজও কয়েকজনকে নিয়ে কাজ করার কথা রয়েছে ভেট্টোরির। আকরাম খান বলেন, ‘আমরা পরিকল্পনা করেছি স্কোয়াডের বাইরের ক্রিকেটারদের নিয়ে ভেট্টোরি আলাদা করে কাজ করবে। যেন ওরা আরো উন্নতি করতে পারে। শুধু জাতীয় দলের স্পিনারদের উন্নতি করলে চলবে না। বাকিদেরকেও উন্নতি করতে হবে, কাজ করতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়