আফরোজা সোমা
ভারতের জন্য দুঃখ হচ্ছে। এই ভারতের বুকের মধ্যে এখনো রয়েছে ১৯৪৭-এর না শুকানো ঘা। এখনো বাতাসে জন্মভূমিচ্যুত মানুষের দীর্ঘশ্বাস। এরই মধ্যে আবারও ধর্মই হয়ে উঠেছে জোচ্চোর রাজনীতিকদের দাবার ছকের সবচেয়ে শক্তিশালী গুটি! হে মহাভারত! হিন্দুকুশ ও হিমালয়ের পাদদেশে আর আরব সাগর ও ভারত মহাসাগরের তীরে প্রাকৃতিক সুরক্ষা বলয়ের ভেতর কয়েক হাজার বছর ধরে ফুলে-ফসলে সমৃদ্ধ হয়ে ওঠা হে অখন্ড ভারত, তোমার জন্য বড্ড মায়া হয়। সিন্ধু নদের তীরে লীন হয়ে যাওয়া হে সুনন্দ হরপ্পা, মহেঞ্জোদারো; অনার্য ও আর্যের তিক্ততার ভেতর দিয়ে গড়ে ওঠা হে রাম ও রাবণের ভূমি, তোমার জন্য আমার বড় বেদনা হয়। হে দ্বীন-ই-ইলাহীর আকবর, দেখে যান, এ মহান ভারতে ধর্ম আজো বিভেদের নাম। হায় ভারত মাতাÑ কী সিন্ধু, কী গঙ্গা, কী পদ্মার পাড়। সবখানেই ভেদাভেদ, যুদ্ধ, রক্ত ও কান্নাই শুধু সত্য আজ। ফেসবুক থেকে