নিউজ ডেস্ক : [২] আজ দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, রাজধানীর আকাশে গতকাল দুপুর থেকেই মেঘের আনাগোনা ছিলো। কোথাও কোথাও ফোঁটা ফোঁটা বৃষ্টিও হয়েছে। হঠাৎই আবহাওয়ার এমন রূপ দেখে অনেকের মনে প্রশ্ন জাগে, আবারও ঠান্ডা বাড়বে নাকি।বাংলাদেশ জার্নাল
[৩] সোমবার (২৪ ফেব্রুয়ারি) আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর রাজশাহী, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। যা পরবর্তী ৭২ ঘন্টা আব্যাহত থাকতে পারে।
[৪] তবে আবহাওয়াবিদেরা জানিয়েছেন, বৃষ্টি হলেও শীত বাড়বে না। মঙ্গলবার দেশের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। আর বুধবার থেকে তাপমাত্রা বাড়তে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
[৫] আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অনুলিখন : হ্যাপি আক্তার