শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০৩ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিব জন্মশতবার্ষিকী পালন করছে ইউনোস্কোর ১৯৫ টি দেশ, বললেন ডেপুটি স্পীকার

রফিকুল ইসলাম. গাইবান্ধা প্রতিনিধি : [২] সোমবার গাইবান্ধা জেলার সাঘাটা উপলোর ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

[৩] এ্যাড. ফজলে রাব্বি মিয়া বলেন, দেশের সুফল শুধু আওয়ামীলীগের লোক ভোগ করছে না। বিএনপি জামায়াতসহ সকলেই সরকারের সুফল ভোগ করছে।

[৪] তিনি বিএনপি’র উদ্দেশ্যে বলেন, আপনারা শুধু আওয়ামী লীগের সমালোচনা করেন, আমরা ওপেন চ্যালেঞ্জে যাবো আপনারা কি করেছেন আর শেখ হাসিনা কি করেছে। আমরা যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি তারা কেউ কারো কাছে হেরে যাবো না।

[৫] ডেপুটি স্পীকার সাঘাটা উপজেলাকে দু’টি ভাগে ভাগ করার বিষয়ে জনগণের উদ্দেশ্যে বলেন, নেতৃত্ব জনপ্রতিধিদের হাতে, কতৃত্ব সরকারী কর্মকর্তাদের হাতে, নেতৃত্ব আর কতৃত্বের সমন্বয় ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আপনারা জোর দিয়ে চাইলে অবশ্যই উপজেলা আলাদা হবে।

[৬] সোমবার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর 'সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভুমি অফিস নির্মাণ' শীর্ষক প্রকল্পের আওতায় এলজিইডির বাস্তবায়নে ৪৫ লাখ টাকা ব্যয়ে সাঘাটা ইউনিয়ন ভুমি অফিস ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

[৭] সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, উপজেলা কমিশনার (ভুমি) শাকিল আহমেদ প্রমূখ। সম্পাদনা: তিমির

  • সর্বশেষ
  • জনপ্রিয়