শিরোনাম

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫৭ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেনেভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন

রকি আহমেদ : যথাযোগ্য মর্যাদায় জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশনে 'মহান শহিদ দিবস' ও 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' ২০২০ উদযাপিত হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৯ টায় দূতাবাস প্রাঙ্গণে জেনেভাস্থ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী এ কর্মসূচীর সূচনা করেন।

এদিন দুপুরে জেনেভাস্থ জাতিসংঘ অফিসের উদ্যোগে দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর অনুষ্ঠানে মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ, উন্মুক্ত আলোচনা এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মো. শামীম আহসান তার বক্তব্যে বলেন, "ভাষা আন্দোলনের মহিমা ও তাৎপর্য আজ শুধু আমাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। দেশের গন্ডি পেরিয়ে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি লাভ করেছে এবং সারা বিশ্বে প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে পালিত হচ্ছে।"

অন্যদিকে তিনি ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অসামান্য অবদান এবং বছরব্যাপি (১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ পর্যন্ত) জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে মিশন কর্তৃক পরিকল্পিত বিভিন্ন অনুষ্ঠানমালা সম্পর্কে সকলকে অবহিত করেন। এছাড়া দিবস উপলক্ষে শিশু কিশোরদের জন্য আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন তিনি।

এ অনুষ্ঠানে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তাবৃন্দ, কর্মচারীগণ এবং প্রবাসী বাংলাদেশিরা যোগদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়