মেহেরুবা শহীদ: সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘জাব উই মেট’ ছবির মাধ্যমে আমার ক্যারিয়ারে উত্থান হলেও এসময় শহীদ কাপুরের সঙ্গে আমার সম্পর্কের পতন ঘটে। অন্যদিকে ‘তাশান’ ছবিটি সফলতার মুখ দেখতে না পেলেও ঐ সময়টাতে আমি আমার জীবনের আশার আলো ঠিকই খুঁজে পাই। কারণ এর পরপর আমি আমার স্বপ্নের পুরুষ সাইফ আলী খানের দেখা পাই। তাকে বিয়ে করার মধ্য দিয়ে পাল্টে গেছে আমার ব্যক্তিগত ও পেশাগত জীবন। শহীদের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি ছিলো অনেকটা দাবা খেলার মতো। আমাদের সম্পর্কটাও ছিলো ভাগ্যের ওপর নির্ভরশীল। এমএসএন
‘তাশান’ ছবি দিয়েই বক্স অফিস বাজিমাত করার আশা করেছিলেন কারিনা। তাই তাশান ছবির শ্যুটিং চলাকালীন জিরো ফিগারে নিজেকে সাজিয়েও ছিলেন তিনি। ‘জাব উই মেট’ ছবির চেয়ে ‘তাশান’ ছবির জন্য বেশি আগ্রহী ছিলেন কারিনা। ‘জাব উই মেট’ ছবির জন্য শহীদ কাপুর কারিনাকে উৎসাহিত করেছিলেন। আর সেই কারণেই তিনি সিনেমাটি করেছিলেন। কিন্তু ফলফল হয়েছিলো উল্টো। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিলো ‘তাশান’, আর সুপার হিটের তালিকা দখল করে নিয়েছিলো ‘জাব উই মেট’।