আসিফুজ্জামান পৃথিল : শুক্রবার রাত থেকে কার্যকর হবে এই অন্তবর্তী চুক্তি। শুক্রবার এক টুইট বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও লেখেন, ‘দশকব্যাপী সহিংসতার পরে, আমরা সংঘাত কমাতে একটি তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তে এসেছি। শান্তির পথে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা সকল আফগানের প্রতি আহ্বান জানাই, তারা যেনো এই সুযোগ লুফে নেন।’ সিএনএন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন সেনা সরানোর প্রতিশ্রুত বাস্তবায়নে, বেশ কিছুদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন।
দুইপক্ষের মধ্যে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে অস্ত্রচুক্তি। এরমধ্যেই স্বাক্ষর হতে পারে একটি পূণাঙ্গ চুক্তি। কর্মকর্তাদের আশা এই সংঘাত কমানোর পরিকল্পনা হবে যথেষ্ঠ কার্যকর।
দুজন আফগান কর্মকর্তাও এই চুক্তির বিষয়টি সিএনএনকে নিশ্চিত করেছেন।