শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৪২ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়া ক্রিকেটারদের পাশে দাঁড়াতে মিডিয়া এবং দর্শকদের প্রতি ডোমিঙ্গোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট তাতে কোনো সন্দেহ নেই। সেই সঙ্গে মিডিয়ার সম্পৃক্ততাও অনেক বেশি। যা দেখে অভিভূত হয়েছেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। কিন্তু বেশ কিছুদিন ধরে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হচ্ছে ক্রিকেটাররা। ক্রমাগত হার থেকে বেরোতেই পারছে না তামিম মুশফিক রিয়াদররা। তবে খুব শিগগিরই সফলতা পাবে ক্রিকেটাররা এমন আশার বাণী শোনালেন ডোমিঙ্গো। সেই সঙ্গে হারের মধ্যে থাকা দলের পাশে থাকতেও বললেন তিনি।

একের পর এক টেস্টে পরাজয়ের পর বর্তমানে বেশ নাজুক অবস্থায় আছে বাংলাদেশ ক্রিকেট দল। এই পরিস্থিতিতে থেকে জিম্বাবুয়ের বিপক্ষে শনিবার (২২ ফেব্রুয়ারি) একমাত্র টেস্ট খেলতে নামছে মুমিনুল হকের দল। মিরপুর শের এ বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচের আগে টেস্ট দলটির প্রতি ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান তিনি।

বর্তমান বাংলাদেশ দলে যারা খেলছেন তাদের বেশিরভাগেরই টেস্ট খেলার অভিজ্ঞতা বেশ কম। নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী কিংবা সাইফ হাসান কেউই এখন পর্যন্ত ১০টি টেস্ট খেলেননি। এই অনভিজ্ঞ দলটি নিয়েই ভারত এবং পাকিস্তানের মতো দেশের বিপক্ষে লড়েছে বাংলাদেশ।

তরুণ ক্রিকেটারদের প্রতি আস্থা না হারানোর জন্য অনুরোধ করে ডমিঙ্গো আরো বলেন, বাংলাদেশ দল সমর্থকদের প্রত্যাশা অনুযায়ী ভালো খেলতে পারছে না। তবে মানুষকে বুঝতে হবে যে আমাদের দলটি অনেক তরুণ। আপনি বর্তমান টেস্ট দলটিকে দেখুন। শান্ত ৩টি টেস্ট খেলেছে, সাইফ দ্বিতীয় টেস্ট খেলতে নামছে।

রাহীকে দেখতে ৪০ এর মতো মনে হলেও সে মাত্র ৭টি টেস্ট খেলেছে। এটি খুবই অনভিজ্ঞ একটি টেস্ট দল। আপনার যে অধিনায়ক আছে সে ভারত এবং পাকিস্তানের মতো দলের বিপক্ষে অধিনায়কত্ব করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়