সুজন কৈরী : রাজধানীর যাত্রাবাড়র দক্ষিণ সায়েদাবাদ এলাকা থেকে সোমবার রাতে ভুয়া চাকরিদাতা চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব-১০। আটক ব্যক্তি হলেন- মো. ইউসুফ আলী (৪৩)। তাদের কাছ থেকে ৩ হাজার কপি ভুয়া নিয়োগ বিজ্ঞাপ্তির লিফলেট, ১৫০ কপি পূরণকৃত নিয়োগ ফর্ম, ১৭০ কপি নিয়োগ সংক্রান্ত ফর্ম, ৫ টি রেজিস্ট্রার, ২ টি ভুয়া আইডিকার্ড, সিল ও মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।
তিনি ও তার সহযোগীরা এফ ডি এস প্রাইভেট লিমিটেড নামক একটি ভুয়া প্রতিষ্ঠান খুলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতো। চাকরি প্রার্থীরা আবেদন করলে চক্রের সদস্যরা চাকরি দেয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। এরপর অফিস গুটিয়ে নিয়ে আবার অন্য স্থানে একইভাবে প্রতারণা করতেন।
র্যাব-১০ জানিয়েছে, বেশ কয়েকজন যুবক ইতিমধ্যে তাদের প্রতারণার শিকার হয়ে ব্যাটালিয়নে অভিযোগ দিয়েছে। পরে সিপিএসসির উপ-পরিচালক আলী রেজা রাব্বি এবং স্কোয়াড কমান্ডার এএসপি মো. আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে চক্রের ওই সদস্যকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চক্রটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির লিফলেট, নিয়োগ সংক্রান্ত বিভিন্ন ফরম, ভুয়া আইডি কার্ড ও কোম্পানীর সীল ব্যবহার করে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিলো। সম্পাদনা : আলআমিন