শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৩৬ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুজিববর্ষ ঘিরে নতুন রঙে সাজবে ঢাকার সব বাস

ডেস্ক রিপোর্ট : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজন মুজিববর্ষ সামনে রেখে ঢাকা শহরে চলাচলকারী সব বাসকে রঙিন করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। রঙচটা ও লক্কর-ঝক্কর ধরনের গাড়িগুলোকে দৃষ্টিনন্দনভাবে সাজিয়ে তারপর চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিক সমিতি। সারাবাংলা

রোববার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ জানান, মুজিববর্ষ উদযাপন শুরু হতে যাচ্ছে আর মাসখানেক পরই। আমরা সিদ্ধান্ত নিয়েছি মুজিববর্ষ উপলক্ষে ঢাকা মহানগরে রঙচটা ও লক্কর-ঝক্কর কোনো গাড়ি চলবে না।

এছাড়া সভায় রাজধানীর সায়েদাবাদ, ফুলবাড়িয়া ও মহাখালী বাস টার্মিনালে জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার ঘড়ি স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিবহন মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন বাবুর সভাপতিত্বে সভায় ঢাকার সব বাস টার্মিনাল মালিক সমিতি, রুট মালিক সমিতি, পরিবহন কোম্পানি ও শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাব অনুযায়ী, ঢাকায় নিবন্ধিত বাসের সংখ্যা ২৯ হাজার ২৩৪টি। এর বেশিরভাগই রঙচটা। জরাজীর্ণ অবস্থায় চলে এসব বাস। এগুলোকেই নতুন রঙে রাঙিয়ে চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিকরা। শিগগিরই বাসগুলো রঙ করার কাজ শুরু হবে বলেও জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়