শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৩২ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একদিনেই বাজার মূলধন বেড়েছে সাড়ে ৮ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জারির পর থেকে দেশের শেয়ারবাজারে সূচকের টানা উত্থানের সঙ্গে সঙ্গে বাড়ছে লেনদেনের পরিমাণও গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। গতকাল একদিনে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ৪৬৫ কোটি টাকা। সূচকের উত্থানের পাশাপাশি গতকাল ডিএসইতে গত এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসইসএক্স বেড়েছে ৩ দশমিক ৮৬ শতাংশ। বণিক বার্তা

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরু থেকেই ক্রয়চাপের কারণে সূচক ঊর্ধ্বমুখী ছিল দিন শেষে ডিএসইএক্স প্রায় ১৬৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৩৪ পয়েন্টে অবস্থান করছে, আগের কার্যদিবসে যা ছিল ৪ হাজার ৫৬৪ পয়েন্টে। যা ডিএসইএক্স সূচক শুরু হওয়ার পর থেকে একদিনের ব্যবধানে দ্বিতীয় সর্বোচ্চ বেড়েছে। এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি সূচক একদিনে ২৩২ পয়েন্ট বেড়েছিল।

এদিন ডিএসইর ব্লু চিপ সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে ৫৫ পয়েন্ট বেড়ে দিন শেষে ১ হাজার ৫৯২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন যা ছিল ১ হাজার ৫৩৬ পয়েন্ট  ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস দিনের ব্যবধানে প্রায় ৩০ পয়েন্ট বেড়ে গতকাল ১ হাজার ৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন শেষে যা ছিল ১ হাজার ৪৫ পয়েন্ট। আর নতুন চালু হওয়া সিডিএসইটি ৩৬ পয়েন্ট বেড়ে ৯৫২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন যা ছিল ৯১৬ পয়েন্টে।

গতকাল এক্সচেঞ্জটিতে ৯১৬ কোটি ২৬ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়, আগের কার্যদিবসে যা ছিল ৭৩০ কোটি ৫৮ লাখ টাকায়। এর আগে গত বছরের ১৪ ফেব্রুয়ারি ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৩২ কোটি ৩৭ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ২৯৩টির, কমেছে ৪০টির আর অপরিবর্তিত ছিল ২৩টি সিকিউরিটিজের বাজারদর।খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে।

গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ সিকিউরিটিজ ছিল লাফার্জহোলসিম বাংলাদেশ, খুলনা পাওয়ার কোম্পানি, বাংলাদেশ সাবমেরিন কেবলস, বাংলাদেশ শিপিং করপোরেশন, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ইন্দো বাংলা ফার্মাসিটিক্যাল,  সামিট পাওয়ার, এসএস স্টিল, সিঙ্গার বিডি ও প্যারামাউন্ট টেক্সটাইল।

গতকাল এক্সচেঞ্জটিতে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন, এসিআই ফরমুলেশন, সায়হাম টেক্সটাইল, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, আফতাব অটোমোবাইলস, ব্র্যাক ব্যাংক, এসিআই লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিল ও প্রিমিয়ার সিমেন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়