শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫৯ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামিয়া বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ভয়াবহ পুলিশি হামলার ভিডিও প্রকাশ করলো শিক্ষার্থীরা (ভিডিও)

মশিউর অর্ণব: ৪৯ সেকেন্ডের প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, বিশেষভাবে রায়ট গিয়ারে সুসজ্জিত হয়ে শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হামলা চালাচ্ছে পুলিশ। গত বছরের ১৫ ডিসেম্বর সংশধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদরত দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। টাইমস অফ ইন্ডিয়া

ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বসে আছেন শিক্ষার্থীরা। অকস্মাৎই সেখানে প্রবেশ করে দাঙ্গা পুলিশের কয়েকজন সদস্য। পুলিশকে দেখেই এক শিক্ষার্থী ডেস্কের আড়ালে নিজেকে লুকাতে চেষ্টা করেন। এরপরই শিক্ষার্থীদের ওপর গণহারে ও নির্দয়ভাবে লাঠিচার্জ শুরু করে পুলিশ। সেদিনের নির্মম পুলিশি তাণ্ডবে আহত হয়ে বাম চোখের দৃষ্টি হারিয়েছিলেন এক শিক্ষার্থী। পেটানোর পাশাপাশি আটক করা হয়েছিল অন্তত শতাধিক শিক্ষার্থীকে।

টুইটারে এই ভিডিওটি প্রকাশ করেছে ‘জামিয়া কো-অর্ডিনেশন কমিটি’ নামে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটি গ্রুপ।

ঘটনার ভিডিওটি দেখে নিতে পারেন এখানে ক্লিক করে

প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংশধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে একটি মিছিল করেন। এরপরই সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। ব্যাপক লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস ছুঁড়ে আন্দোলন প্রতিহত করতে চেষ্টা করে তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়