আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে আজ রোববার বেলা পৌনে ১২টার দিকে ডোবার পানিতে পড়ে সাকিব (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় প্রভাকরদী এলাকার কাওসারের ছেলে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক খালেদা আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ডাক্তার খালেদা জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মনে হচ্ছে পানিতে পড়ে শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
জানা গেছে, শিশুটি বাড়িতে উঠানে একা খেলা করছিলো। এক পর্যায়ে সে নিখোঁজ পয়ে পড়ে। তাকে অনেক খোঁজাখুঁিজ করেও পাওয়া যাচ্ছিলো না। সবার অজানতে সে পাশেই একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে তার নিথর দেহ ভেসে উঠে।