রাজশাহী প্রতিনিধি: শনিবার সকাল রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাবনা কারাগারের মো. বজলুর রহমান (৬৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
রাজশাহী মহানগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বজলুর পাবনা কারাগারের হাজতি ছিলেন। তার হাজতি নম্বর ২১৪১/এ। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত ১৩ ফেব্রুয়ারি তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সম্পাদনা: জেরিন আহমেদ