ফরহাদ আমিন, টেকনাফ প্রতিনিধি : টেকনাফে সাড়াঁশি অভিযান চালিয়ে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের শাহীদ আল শাহা ওরফে রিসেল (২০) নামে এক সদস্যকে আটক করেছে র্যাব-১৫।
শুক্রবার রাতে শীলবনিয়া পাড়া থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শীলবনিয়া পাড়ায় অভিযান চালিয়ে চলতি এসএসসি পরীক্ষাকে পুঁজি করে ভূয়াঁ ফেসবুক ও মেসেঞ্জার আইডি ব্যবহার করে প্রশ্নপত্র দেয়ার কথা বলে বিকাশের মাধ্যমে টাকা আদায়ের চক্রের সক্রিয় এক সদস্যকে আটক করা হয়।
আটক রিসেল টেকনাফ সদর ইউনিয়নের শীলবনিয়া পাড়ার শাহ আলমের ছেলে। সম্পাদনা : আলআমিন